সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জুলাই) রাষ্ট্রদূত মো. আবু জাফরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ এবং নির্বাচন কমিশনারের সফরসঙ্গী যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান ও উপপ্রকল্প পরিচালক (আইডিইএ-২ প্রকল্প) লেফটেন্যান্ট কমান্ডার মো. খালিদ হাসান।

অনুষ্ঠানের শুরুতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান দূতাবাসে প্রবাসীদের এনআইডি নিবন্ধনের কার্যক্রম প্রক্রিয়ার বিভিন্ন অংশ পরিদর্শন করেন। সফলতার সহিত এবং সুষ্ঠুভাবে এনআইডি নিবন্ধনে কারিগরি কার্যক্রমে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। পরবর্তীতে আলোচনাসভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতে এনআইডি কার্যক্রমের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার ওপর আলোচনা করেন।

এ সময় নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, দেশপ্রেমে নিবেদিত প্রবাসে অবস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এনআইডি নিয়ে ভোগান্তি লাঘবের কথা চিন্তা করেই নির্বাচন কমিশনের এই প্রচেষ্টা। তিনি আরও বলেন, প্রবাসীদের সেবা করার জন্যই আমরা, আমাদের সেবা করার জন্য প্রবাসীরা নয়। সফলতার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে এনআইডি কার্যক্রম শুরু হওয়ার পর আগামীতে আরও ৪০টি দেশে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম অচিরেই শুরু হবে।
এরপর এক মতবিনিময় সভায় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত প্রবাসীরা বলেন, প্রবাসে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম বর্তমান সরকারের একটি যুগোপযোগী সিদ্ধান্ত, যা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। প্রবাসে থেকেই জাতীয় পরিচয়পত্র পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে। তারা বলেছেন, বিগত দিনের নানান ভোগান্তি এবার কমে আসবে। তবে প্রবাসে থেকেই জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিষয়টিতেও প্রবাসীরা আগ্রহী। অনুষ্ঠানের শেষপর্যায়ে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান নতুন নিবন্ধিত প্রবাসীদের মাঝে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের মাধ্যমে প্রবাসে জাতীয় নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

বর্তমানে মধ্যপ্রাচ্যে ইউরোপ এবং আমেরিকাসহ বিশ্বের অনেক দেশে প্রায় ১ কোটি ৪০ লাখ বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন। প্রবাসে বসবাসরত অধিকাংশ বাংলাদেশিরই বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই। এনআইডি ছাড়া প্রবাসীরা বহুবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার মধ্যে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ওয়েজ আরনার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএ ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও প্রিমিয়াম বন্ডে বিনিয়োগ ইত্যাদি, যা বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের প্রতিবন্ধক হিসেবে কাজ করছে।
এ ছাড়া এনআইডি না-থাকায় ই-পাসপোর্ট প্রদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে। দেশে প্রত্যাবর্তন সাপেক্ষে নিবন্ধনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির সুযোগ রয়েছে। কিন্তু সময়স্বল্পতা এবং বাংলাদেশে ফেরার বিষয়টি ব্যয়সাপেক্ষ হওয়ায় এনআইডি কার্ড করা সম্ভবপর হয় না। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিমিয়কালে তাদেরকে এ বিষয়ে আশ্বস্ত করেন যে, তাদেরকে দূতাবাসের মাধ্যমে এনআইডি কার্ড প্রদান করা হবে। এরই প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র কার্যক্রম বিদেশের মাটিতে একটি মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।