রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বেসরকারি টিভি চ্যানেলের সামনের সড়কে পড়ে থাকা ব্যক্তিগত গাড়ির ভিতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত দুইটার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

পুলিশ জানায়, ওই গাড়িটি থেকে উৎকট গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। কালো রংয়ের একটি টয়োটা গাড়ির ভেতরে একজনের মরদেহ পাওয়া গেছে।

এ বিষয়ে বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।