ককà§à¦¸à¦¬à¦¾à¦œà¦¾à¦°à§‡à¦° চকরিয়া উপজেলার মালà§à¦®à¦˜à¦¾à¦Ÿà§‡ পূজা শেষে মহাসড়ক পার হতে গিয়ে পিকআপà¦à§à¦¯à¦¾à¦¨à¦šà¦¾à¦ªà¦¾à§Ÿ চার à¦à¦¾à¦‡ নিহত হয়েছেন। ঠসময় আহত হয়েছেন আরও তিন à¦à¦¾à¦‡ ও à¦à¦• বোন।
মঙà§à¦—লবার à¦à§‹à¦° ৫টায় ককà§à¦¸à¦¬à¦¾à¦œà¦¾à¦°-চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦® মহাসড়কের চকরিয়ার ডà§à¦²à¦¾à¦¹à¦¾à¦œà¦¾à¦°à¦¾ মালà§à¦®à¦˜à¦¾à¦Ÿ খà§à¦°à¦¿à¦¸à§à¦Ÿà¦¾à¦¨ মেমোরিয়াল হাসপাতালসংলগà§à¦¨ হাসিনাপাড়ায় ঠদà§à¦°à§à¦˜à¦Ÿà¦¨à¦¾ ঘটে।
নিহতরা হলেন— অনà§à¦ªà¦® সà§à¦¶à§€à¦² (৪à§), নিরà§à¦ªà¦® সà§à¦¶à§€à¦² (৪৫), দীপক সà§à¦¶à§€à¦² (৪০), ও চমà§à¦ªà¦• সà§à¦¶à§€à¦² (৩০)।
আহতরা হলেন— সরন সà§à¦¶à§€à¦², রকà§à¦•à¦¿à¦¤ সà§à¦¶à§€à¦², পà§à¦²à¦¾à¦¬à¦¨ ও হীরা সà§à¦¶à§€à¦²à¥¤ হতাহতরা সবাই উপজেলার ডà§à¦²à¦¾à¦¹à¦¾à¦œà¦¾à¦°à¦¾ ইউনিয়নের ১নং ওয়ারà§à¦¡à§‡à¦° মৃত সà§à¦°à§‡à¦¶ চনà§à¦¦à§à¦° সà§à¦¶à§€à¦²à§‡à¦° সনà§à¦¤à¦¾à¦¨à¥¤
ডà§à¦²à¦¹à¦¾à¦œà¦¾à¦°à¦¾ ইউপি চেয়ারমà§à¦¯à¦¾à¦¨ হাসানà§à¦² ইসলাম আদর বলেন, নিহতদের বাবা সà§à¦°à§‡à¦¶ বিগত ১০ দিন আগে পরলোক গমন করেন। ঠকারণে সনাতন ধরà§à¦®à¦®à¦¤à§‡ সà§à¦°à§‡à¦¶à§‡à¦° সাত ছেলে ও à¦à¦• মেয়ে à¦à§‹à¦°à¦¬à§‡à¦²à¦¾ কà§à¦·à§Œà¦° করà§à¦® (মাথার চà§à¦² ফেলে দেওয়া) সমà§à¦ªà¦¨à§à¦¨ করতে হাসিনাপাগার তিন রাসà§à¦¤à¦¾à¦° সà§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿ মনà§à¦¦à¦¿à¦°à§‡ যান।
মনà§à¦¦à¦¿à¦° থেকে কà§à¦·à§Œà¦°à¦•à¦°à§à¦® শেষে বাড়ি ফেরার পথে ওই দà§à¦°à§à¦˜à¦Ÿà¦¨à¦¾ ঘটে। তাদের সৎকার করার জনà§à¦¯ ইউনিয়ন পরিষদের পকà§à¦· থেকে সব বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ করা হচà§à¦›à§‡à¥¤
ককà§à¦¸à¦¬à¦¾à¦œà¦¾à¦°à§‡à¦° চকরিয়ার মালà§à¦®à¦˜à¦¾à¦Ÿ হাইওয়ে থানার ইনচারà§à¦œ পরিদরà§à¦¶à¦• সাফায়েত হোসেন জানান, পারিবারিক পূজা দিয়ে চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦® ককà§à¦¸à¦¬à¦¾à¦œà¦¾à¦° মহাসড়ক পার হওয়ার সময় ককà§à¦¸à¦¬à¦¾à¦œà¦¾à¦°à¦®à§à¦–ী à¦à¦•à¦Ÿà¦¿ দà§à¦°à§à¦¤à¦—ামী পিকআপ à¦à§à¦¯à¦¾à¦¨à¦šà¦¾à¦ªà¦¾ দিলে ঘটনাসà§à¦¥à¦²à§‡à¦‡ চার à¦à¦¾à¦‡ নিহত হন। বাকি চারজনের অবসà§à¦¥à¦¾à¦“ গà§à¦°à§à¦¤à¦°à¥¤ তাদের চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦® মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘাতক পিকআপটি জবà§à¦¦ ও চালককে আটক করার চেষà§à¦Ÿà¦¾ চলছে।