ওমানে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি চ্যাম্পিয়নশিপে হংকংকে ৪-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ হকি দল। প্রথম মিনিটেই মিলল গোলের দেখা। এরপর আত্মবিশ্বাসী বাংলাদেশকে আর কোনোভাবে আটকাতে পারেনি হংকং। আলি, হাসান ও আমিরুলদের নৈপুণ্যে দারুণ জয় দিয়ে জুনিয়র এএইচএফ কাপ হকি শুরু করেছে বাংলাদেশ।

শুরু থেকেই ভালো খেলেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম মিনিটেই মোহাম্মদ আলী বাংলাদেশকে লিড এনে দেন। এরপর ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাসান। ২-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। ২১ মিনিটে আমিল ইসলামও একটি গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় লাল-সবুজ জার্সিধারীরা। ৫৭ মিনেটে বাংলাদেশের শেষ গোল ও নিজের জোড়া গোল পূর্ণ করেন মোহাম্মদ আলী।

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান।