আরেকদফা বাড়ানো হয়েছে হজযাত্রীদের নিবন্ধের সময়। আগামী ১১ই এপ্রিল পর্যন্ত হজে যেতে ইচ্ছুক যাত্রীরা নিবন্ধন করতে পারবে। গতকাল (বৃহস্পতিবার) বিকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ তথ্যমতে, ৯ হাজার ৯৯৬ জন সরকারিভাবে এবং ১লাখ ৯ হাজার ২১৬ জন বেসরকারিভাবে হজ উদ্দেশ্যে নিবন্ধিত হয়েছেন। নিবন্ধনের কোটা পূরণ হলেই স্বেচ্ছায় হজ নিবন্ধন সার্ভার বন্ধ হয়ে যাবে।
এবার হজের খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ায় নিবন্ধন হচ্ছে খুবই ধীরগতিতে। এর আগে সাত দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করা যায়নি। সৌদি আরবে সেবামূল্য কমার কারণে চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারিভাবে হজ পালনে খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানোও হয়েছে। কিন্তু এরপরও সাড়া মেলেনি।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮শে জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ৯ই জানুয়ারি সৌদি আরবের সাথে চুক্তি মতে এবছর সর্বমোট ১ লক্ষ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজ গমন করতে পারবেন।