প্যাকেজ ঘোষণার পর সরকারি ও বেসরকারিভাবে হজের খরচ আরও ৫৯ হাজার টাকা বাড়িয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২৬শে মে) দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, প্যাকেজ-১ এ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকার পরিবর্তে এখন মোয়াল্লেম ফি ৫৯ হাজার যোগ করায় মোট ৫ লাখ ৮৬ লাখ ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকার পরিবর্তে গুনতে হবে ৫ লাখ ২২ টাকা।
বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে প্যাকেজে খরচ ধরা হয়েছিলো ৪ লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা। সেখানে এখন ৫৯ হাজার টাকা বেশি দিতে হবে। আর গতবছরের তুলনায় প্যাকেজ-১ এর ক্ষেত্রে খরচ বেড়েছে এক লাখ ২ হাজার ৩৪০ টাকা, প্যাকেজ-২ এর ক্ষেত্রে এবার খরচ বেড়েছে ১ লাখ ২ লাখ ১৫০ টাকা।
বাড়তি ৫৯ হাজার টাকা হাজীদেরকে ৩০শে মে’র এর মধ্যে ব্যাংকে পরিশোধ করতে হবে। সব ঠিক থাকলে ৫ই জুন থেকে শুরু হবে হজ ফ্লাইট।