সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া হজের প্রথম ফ্লাইট। বাংলাদেশ বিমানের ডেডিকেটেড ফ্লাইটটিতে হজযাত্রীর সংখ্যা ৪১৯ জন। রোববার (২১ মে) স্থানীয় সময় সকাল পৌনে আটটায় জেদ্দার বাদশা আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হজযাত্রীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে এ বছর ১৬২টি প্রাক হজ ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। রোববার ৫টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে ২০৯৫জন হজ যাত্রী সৌদি আরব যাবেন।
৪১৫ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যায় ভোররাত তিনটা ৪০ মিনিটে। এ উপলক্ষ্যে মধ্যরাত সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, হজ যাত্রীদের সাথে সংশ্লি¬ষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
হজযাত্রীদের যাত্রা নির্বিঘœ করতে সরকার সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, এবারের হজ যাত্রায় দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৩৫টি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫২টি ডেডিকেটেড ও ১০ টি নিয়মিত প্রাক হজ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীদের ৫০ শতাংশ বহন করবে। আর বাকি ৫০ শতাংশ সৌদি এয়ারলাইনস বহন করবে। সৌদি আরবের সাথে চুক্তি অনুযায়ি চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজে যাওয়ার সুযোগ ছিল ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের। কিন্তু নয় দফা সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় এ বছর হজ করতে যাচ্ছেন এক লাখ ২২ হাজার ২২১ জন। হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী দোসরা জুলাই আর শেষ হবে তেসরা আগস্ট।