আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু। এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন হজ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদিয়া এয়ারওয়েজ ও ফ্লাইনাস এয়ারলাইনস আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাদের দেশে নিয়ে আসবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস অর্ধেক হজযাত্রী পরিবহন করবে।

হেল্প ডেস্কের তথ্যমতে, আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স‌ এবং ফ্লাইনাস এয়ারের দুটি পৃথক ফ্লাইটে ৮৩৯ জন হাজি দেশে ফিরবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটটি রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

তথ্যমতে, ফিরতি হজ ফ্লাইটের অর্ধেক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ার বহন করবে।

এদিকে, চলতি বছর হজে গিয়ে মোট ২১জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। এর মধ্যে গত দুদিনে মারা গেছেন তিনজন। তীব্র দাবদাহ ও প্রচণ্ড গরমে চলতি বছর সৌদি আরবের মক্কায় ৫৫০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

দেশটির সরকারি প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। এরমধ্যে মিশর, ইরাক, জর্ডান ও তিউনেশিয়ার নাগরিকই বেশি।