চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আজ (মঙ্গলবার) পর্যন্ত ২৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরমধ্যে পুরুষ ২২ জন এবং নারী চারজন। আজ মঙ্গলবার (২৭শে জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিম এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, এবার হজে গিয়ে ৩১শে মে প্রথম মারা যান গাইবান্ধার গোবিন্দগঞ্জের মো. আব্দুল ওয়াহেদ (৪৬), দোসরা জুন শাহানারা বেগম (৬৪) ও ড. মো. শফিকুল ইসলাম (৫৮), তাদের বাড়ি যথাক্রমে ঢাকার বাটামারা ও পাবনার সদরে; থেসরা জুন শেরপুরের ঝিনাইগাতির মো. আলী হোসেন (৬৭), চৌঠা জুন ঢাকার খিলগাওয়ের মো. আয়ুব খান (৪৮), ৬ই জুন পঞ্চগড়ের রাধানগরের মো. শহিদুল আলম (৬৭), ৭ই জুন বগুড়ার সান্তাহারের রোকেয়া বেগম (৬২), ৮ই জুন মো. আদম উদ্দিন মণ্ডল (৭১) ও মো. আমজাদ হোসেন প্রধান (৫৭), তাদের বাড়ি যথাক্রমে নওগাঁর আত্রাই ও গাইবান্ধার বোনারপাড়া।
এ ছাড়া ৯ই জুন মারা যান রংপুরের সদরের মো. মতিউর রহমান (৬৮), ১০ই জুন নোয়াখালীর সোনাইমুড়ির আব্দুল মান্নান (৫৯), ১৩ই জুন সাতক্ষীরার বাঁশদহার মাখতুরা খাতুন (৬১), ১২ই জুন কুমিল্লার বরুড়ার মোহাম্মদ আবুল হাশেম (৬১), ১১ই জুন রংপুরের বদরগঞ্জের মো. শহিদুল্লাহ মন্ডল (৭৬), ৭ই জুন কুমিল্লার দেবীদ্বারের মো. আবুল হোসেন ভূইয়া (৭১), ১০ই জুন চাঁদপুরের হাজিগঞ্জের মো. আব্দুল মতিন (৬০), ১২ই জুন মাগুরার মোহাম্মদপুরের সৈয়দ নাইমুল হক (৬২), ১৪ই জুন মারা যান রাজশাহীর বুলুনপুরের মো. শাজাহান আলী (৬৬), কুমিল্লার বরুড়ার মো. আবুল কাশেম (৪৬) ও কক্সবাজারের বদরখালীর মো. রিদওয়ান (৬৪)।
সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১০,৩২১ জন।
বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১১২,৫৬২(ব্যবস্থাপনা সদস্যসহ ) জন।
সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৪৫,৯১৭ টি।
সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ২৮,১১৯ টি।
এই সময় পর্যন্ত ইস্যুকৃত ভিসা ১২৩,৩৩০ টি; সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০% ; বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০% ;
সৌদি আরবে এ পর্যন্ত ২৬ জন হজযাত্রী/হাজী; পুরুষ: ২২; নারী: ৪; মক্কা: ২২; মদিনা: ৪; জেদ্দা: ০
বেসরকারি হজযাত্রীর কোটা : ১১২,১৯৮ জন (গাইড ২,৫০৬ জন সহ )
হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি
২০২৩ সনের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন ২০২৩।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ২১ মে,
সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন ছিল।