হঠাৎ ইউক্রেন সফরে গেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক-ইউল।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অফিসের বরাতে ইয়োনহাপ বার্তা সংস্থা এ খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য প্রথমবারের মতো ইউক্রেন সফরে গেছেন ইওল।
ইউন লিথুয়ানিয়ায় একটি ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর চলতি সপ্তাহে পোল্যান্ড সফর করেন। সেখানে তিনি ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন। এ সময় রুশ আক্রমণের বিরুদ্ধে কিয়েভের লড়াইকে সমর্থন করার উপায়গুলো নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আলোচনা করেন।
মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়া অন্যতম অস্ত্র রফতানিকারক। এ কারণে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার জন্য নতুন চাপের সম্মুখীন হয়েছে দক্ষিণ কোরিয়া। তবে উত্তর কোরিয়ার ওপর রাশিয়ার প্রভাব থেকে সতর্ক হয়ে মানবিক ও আর্থিক সহায়তার পক্ষে অবস্থান নিয়েছে সিউল।
এদিকে ইউরোপে সেনা মোতায়েন প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেছেন তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্প। বাইডেন সম্প্রতি ইউরোপে মোতায়েনের জন্য রিজার্ভ সেনাদের একত্রিত করার বিষয়ে নির্বাহী আদেশে সই করেছেন।
ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘সংরক্ষিত বাহিনীকে একত্রিত করার বাইডেনের সিদ্ধান্ত প্রমাণ করে যে ইউক্রেনে এই ধরনের পদক্ষেপ মার্কিন সামরিক বাহিনীকে বিপর্যয়ের পর্যায়ে নিয়ে যাচ্ছে।’