হত্যা, গুম, নির্যাতন করে সরকার বিরোধী দলের আন্দোলন দমাতে পারবে না বলে সতর্ক করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (পহেলা সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিনিয়র নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে।

সেখানে নারায়ণগঞ্জের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের হত্যার পেছনে জড়িতদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের খুনিদের বিচারে আমরা নতুন কমিশন গঠন করব। আমরা জানতে চাই, কারা এই হত্যার পেছনে ষড়যন্ত্র করেছে।’