সরকার হত্যা, গুম করে আন্দোলনকে দমিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (দোসরা সেপ্টেম্বর) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা নারায়ণগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে নিহত যুবদলের নেতা শাওনের বাড়িতে যান। ফতুলার নবীননগর এলাকায় গিয়ে নিহতের মা ও পরিবারের সদস্যদের সান্তনা দেন।
এসময় ফখরুল বলেন, শাওনকে হত্যার মধ্য দিয়ে শুধু একজন ব্যক্তি নয়, একটি আদর্শকে ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে হত্যা করা হয়েছে। এখন বলা হচ্ছে শাওন নাকি যুবদলের কর্মী নন যুবলীগ করেন। সে যাই করুক তাকে হত্যা করা কি ঠিক হয়নি। নিহত শাওন যুবদল কর্মী, তিনি গণতন্ত্র অধিকার আদায়ের আন্দোলনে প্রাণ দিয়েছেন। পুলিশ মিথ্যাচার করছে।
তিনি আরো বলেন, এ ফ্যাসিবাদী সরকার হত্যা, গুম করে আন্দোলনকে দমিয়ে রাখতে চায়। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাধা দিচ্ছে। শান্তিপূর্ণ কমসূচিতে পুলিশ বাধা দিচ্ছে। গুলি করছে। গণতান্ত্রিক অধিকর আদায় করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা প্রাণ দিচ্ছে। পুলিশের সারা দেশের চিত্র এখন একই রকম।
এসময় তার সাথে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সহসভাপতি নজরুর ইসলাম আজাদসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে শাওন মারা যান। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে রাতেই নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে নবীনগর কবরস্থানে তাকে দাফন করা হয়।