বগà§à¦¡à¦¼à¦¾ শহরে আধিপতà§à¦¯ বিসà§à¦¤à¦¾à¦°à¦•à§‡ কেনà§à¦¦à§à¦° করে নিজের অবসà§à¦¥à¦¾à¦¨ জানান দিতে তিন জনকে হতà§à¦¯à¦¾ করে হেলাল হোসেন ওরফে সেলিম ফকির ওরফে বাউল সেলিম ওরফে খà§à¦¨à¦¿ হেলাল (৪৫)। ওই হতà§à¦¯à¦¾à¦•à¦¾à¦£à§à¦¡à§‡ দায়ের করা মামলা থেকে নিজেকে আড়াল করতে গত ২০ বছর ধরে বাউল ছদà§à¦®à¦¬à§‡à¦¶à§‡ ঘà§à¦°à¦›à§‡ সে। হতà§à¦¯à¦¾à¦•à¦¾à¦£à§à¦¡à§‡à¦° পর à¦à§ˆà¦°à¦¬ সà§à¦Ÿà§‡à¦¶à¦¨à§‡ গান গেয়ে নতà§à¦¨ করে জীবন শà§à¦°à§ করে à¦à¦¬à¦‚ দà§à¦¬à¦¿à¦¤à§€à¦¯à¦¼ বিয়ে করে। মূলত হতà§à¦¯à¦¾à¦•à¦¾à¦£à§à¦¡à§‡à¦° সাজা থেকে বাà¦à¦šà¦¤à§‡à¦‡ তার à¦à¦¸à¦¬ কৌশল।
বà§à¦§à¦¬à¦¾à¦° কিশোরগঞà§à¦œà§‡à¦° à¦à§ˆà¦°à¦¬ রেলওয়ে সà§à¦Ÿà§‡à¦¶à¦¨ থেকে ছদà§à¦¦à¦¬à§‡à¦¶à§€ বাউল হেলাল হোসেনকে গà§à¦°à§‡à¦«à¦¤à¦¾à¦°à§‡à¦° পর জিজà§à¦žà¦¾à¦¸à¦¾à¦¬à¦¾à¦¦à§‡ à¦à¦¸à¦¬ তথà§à¦¯ পেয়েছে র‌à§à¦¯à¦¾à¦¬à¥¤ বৃহসà§à¦ªà¦¤à¦¿à¦¬à¦¾à¦° (১৩ জানà§à¦¯à¦¼à¦¾à¦°à¦¿) দà§à¦ªà§à¦°à§‡ রাজধানীর কাওরান বাজারে র‌à§à¦¯à¦¾à¦¬à§‡à¦° মিডিয়া সেনà§à¦Ÿà¦¾à¦°à§‡ সংবাদ সমà§à¦®à§‡à¦²à¦¨à§‡ ঠসব তথà§à¦¯ জানান বাহিনীর আইন ও গণমাধà§à¦¯à¦® শাখার পরিচালক কমানà§à¦¡à¦¾à¦° খনà§à¦¦à¦•à¦¾à¦° আল মঈন।
খনà§à¦¦à¦•à¦¾à¦° আল মঈন বলেন, ‘তার বিরà§à¦¦à§à¦§à§‡ যে ৩টি হতà§à¦¯à¦¾ মামলা রয়েছে, সবগà§à¦²à§‹à¦‡ বগà§à¦¡à¦¼à¦¾ à¦à¦²à¦¾à¦•à¦¾à¦¯à¦¼ আধিপতà§à¦¯ বিসà§à¦¤à¦¾à¦°à¦•à§‡ কেনà§à¦¦à§à¦° করে। সে বগà§à¦¡à¦¼à¦¾à¦° à¦à¦•à¦œà¦¨ দà§à¦°à§à¦§à¦°à§à¦· সনà§à¦¤à§à¦°à¦¾à¦¸à§€ হিসেবে পরিচিত ছিল। ১৯৯ৠসালে বগà§à¦¡à¦¼à¦¾à¦° বিষà§à¦£à§ হতà§à¦¯à¦¾ মামলা, ২০০১ সালে বগà§à¦¡à¦¼à¦¾à¦° চাঞà§à¦šà¦²à§à¦¯à¦•à¦° বিদà§à¦¯à§à§Ž হতà§à¦¯à¦¾ মামলার যাবজà§à¦œà§€à¦¬à¦¨ সাজাপà§à¦°à¦¾à¦ªà§à¦¤ ফেরারি আসামি সে। à¦à¦›à¦¾à¦¡à¦¼à¦¾ ২০০৬ সালে রবিউল হতà§à¦¯à¦¾ মামলার আসামি ছাড়াও ২০১০ সালে বগà§à¦¡à¦¼à¦¾ সদর থানায় দায়ের করা à¦à¦•à¦Ÿà¦¿ চà§à¦°à¦¿à¦° মামলায় ২০১৫ সালে সে গà§à¦°à§‡à¦«à¦¤à¦¾à¦° হয়। ২০১১ সালে তার বিরà§à¦¦à§à¦§à§‡ বগà§à¦¡à¦¼à¦¾ সদর থানায় নারী ও শিশৠনিরà§à¦¯à¦¾à¦¤à¦¨ দমন আইনে à¦à¦•à¦Ÿà¦¿ মামলা দায়ের করা হয়‌‌। ২০০০ সালে বগà§à¦¡à¦¼à¦¾ শহরে আধিপতà§à¦¯ বিসà§à¦¤à¦¾à¦°à¦•à§‡ কেনà§à¦¦à§à¦° করে দà§â€™à¦ªà¦•à§à¦·à§‡à¦° সংঘরà§à¦·à§‡ পà§à¦°à¦¤à¦¿à¦ªà¦•à§à¦·à§‡à¦° দেশীয় অসà§à¦¤à§à¦°à§‡à¦° আঘাতে বামহাতে আঘাত পায় সে à¦à¦¬à¦‚ à¦à¦•à¦ªà¦°à§à¦¯à¦¾à¦¯à¦¼à§‡ বামহাত পঙà§à¦—ৠহয়ে যায়। ঠঘটনার পর থেকে à¦à¦²à¦¾à¦•à¦¾à¦¯à¦¼ à¦à¦¸à§‡ হাত লà§à¦²à¦¾ হেলাল নামেও পরিচিত ছিল সে।’
গà§à¦°à§‡à¦«à¦¤à¦¾à¦° হেলালকে সিরিয়াল কিলার হিসেবে বà§à¦¯à¦¾à¦–à§à¦¯à¦¾ দেওয়ার কারণ সমà§à¦ªà¦°à§à¦•à§‡ র‌à§à¦¯à¦¾à¦¬ জানায়, তার বকà§à¦¤à¦¬à§à¦¯ অনà§à¦¯à¦¾à¦¯à¦¼à§€, à¦à¦–ন পরà§à¦¯à¦¨à§à¦¤ তিনটি হতà§à¦¯à¦¾ মামলায় সে জড়িত। ২০০৯ সালের পর ঘটা অপরাধমূলক করà§à¦®à¦•à¦¾à¦£à§à¦¡à§‡à¦° তথà§à¦¯ আমরা সহজেই পেয়ে যাই। কিনà§à¦¤à§ à¦à¦° আগের তথà§à¦¯ থানা থেকে সংগà§à¦°à¦¹ করতে হয়। আমরা যখন তাকে থানা পà§à¦²à¦¿à¦¶à§‡ হসà§à¦¤à¦¾à¦¨à§à¦¤à¦° করবো, তখন থানা পà§à¦²à¦¿à¦¶à¦“ à¦à¦¸à¦¬ বিষয় খতিয়ে দেখবে। পরে তারাও আরও কোনও মামলার সংশà§à¦²à¦¿à¦·à§à¦Ÿà¦¤à¦¾ পেতে পারে।
পà§à¦°à¦¾à¦¥à¦®à¦¿à¦• জিজà§à¦žà¦¾à¦¸à¦¾à¦¬à¦¾à¦¦à§‡ ছদà§à¦¦à¦¬à§‡à¦¶à§€ বাউল হেলাল র‌à§à¦¯à¦¾à¦¬à¦•à§‡ জানায়, অষà§à¦Ÿà¦® শà§à¦°à§‡à¦£à¦¿ পরà§à¦¯à¦¨à§à¦¤ পড়াশোনা করে à¦à¦²à¦¾à¦•à¦¾à¦¯à¦¼ মà§à¦¦à¦¿à¦° দোকান করতো সে। পরে হতà§à¦¯à¦¾à¦•à¦¾à¦£à§à¦¡à¦¸à¦¹ বিà¦à¦¿à¦¨à§à¦¨ ধরনের অপরাধমূলক করà§à¦®à¦•à¦¾à¦£à§à¦¡à§‡à¦° সঙà§à¦—ে জড়িয়ে পড়ে। চà§à¦°à¦¿à¦° মামলায় ২০১৫ সালে যখন জামিন পায়, তখন সে কৌশলে à¦à¦²à¦¾à¦•à¦¾ ছেড়ে ঢাকায় চলে আসে। কমলাপà§à¦° রেলসà§à¦Ÿà§‡à¦¶à¦¨ থেকে চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦® চলে যায়। সেখানে কয়েকদিন অবসà§à¦¥à¦¾à¦¨à§‡à¦° পর সিলেটে ছদà§à¦®à¦¬à§‡à¦¶ ধারণ করে কিছà§à¦¦à¦¿à¦¨ অবসà§à¦¥à¦¾à¦¨ করে। বিà¦à¦¿à¦¨à§à¦¨ সময় সে তার নাম পরিচয় গোপন রেখে বিà¦à¦¿à¦¨à§à¦¨ রেলসà§à¦Ÿà§‡à¦¶à¦¨ ও মাজারে ছদà§à¦®à¦¬à§‡à¦¶à§‡ অবসà§à¦¥à¦¾à¦¨ করতো। সে পà§à¦°à¦¾à¦¯à¦¼ ৠবছর ধরে দেশের বিà¦à¦¿à¦¨à§à¦¨ জায়গায় ফেরারিà¦à¦¾à¦¬à§‡ জীবন যাপন করছে à¦à¦¬à¦‚ গত চার বছর ধরে কিশোরগঞà§à¦œà§‡à¦° à¦à§ˆà¦°à¦¬ রেল সà§à¦Ÿà§‡à¦¶à¦¨à§‡à¦° পাশে à¦à¦•à¦œà¦¨ নারীর সঙà§à¦—ে সংসার করে আসছে। রেলসà§à¦Ÿà§‡à¦¶à¦¨à§‡ বাউল গান গেয়ে মানà§à¦·à§‡à¦° কাছ থেকে সাহাযà§à¦¯ নিয়ে জীবিকা নিরà§à¦¬à¦¾à¦¹ করতো।
মিউজিক à¦à¦¿à¦¡à¦¿à¦“’র মডেল হলো যেà¦à¦¾à¦¬à§‡
পà§à¦°à¦¾à¦¯à¦¼ ৫ বছর আগে কিশোর পলাশ ওরফে গামছা পলাশ à¦à¦•à¦Ÿà¦¿ গানের শà§à¦Ÿà¦¿à¦‚ করছিলেন নারায়ণগঞà§à¦œ রেল সà§à¦Ÿà§‡à¦¶à¦¨à§‡à¥¤ শà§à¦Ÿà¦¿à¦‚ চলার সময় রেললাইনের পাশ দিয়ে à¦à¦•à¦œà¦¨ বাউল যাচà§à¦›à¦¿à¦²à¥¤ তখন শà§à¦Ÿà¦¿à¦‚য়ের পরিচালক তাকে গানের মিউজিক à¦à¦¿à¦¡à¦¿à¦“তে অà¦à¦¿à¦¨à¦¯à¦¼à§‡à¦° পà§à¦°à¦¸à§à¦¤à¦¾à¦¬ দেন। হেলাল মিউজিক à¦à¦¿à¦¡à¦¿à¦“তে অà¦à¦¿à¦¨à¦¯à¦¼à§‡à¦° পà§à¦°à¦¸à§à¦¤à¦¾à¦¬ গà§à¦°à¦¹à¦£ করে। à¦à¦¾à¦™à¦¾ তরী ছেড়া পাল শিরোনামে গানের মডেল হিসেবে পরে তাকে দেখা যায়। ইউটিউবে গানটির à¦à¦¿à¦¡à¦¿à¦“চিতà§à¦° বà§à¦¯à¦¾à¦ªà¦• জনপà§à¦°à¦¿à¦¯à¦¼à¦¤à¦¾ পায়। বিপà§à¦² সংখà§à¦¯à¦• দরà§à¦¶à¦• à¦à¦‡ গানটি ইউটিউবে দেখেন। ৪৬ মিলিয়ন à¦à¦¿à¦‰ হয় গানটির।
à¦à¦‡ গানটি যখন পà§à¦°à¦šà¦¾à¦° হয় à¦à¦¬à¦‚ বগà§à¦¡à¦¼à¦¾à¦° বিà¦à¦¿à¦¨à§à¦¨ লোকজন দেখে। পরে à¦à¦²à¦¾à¦•à¦¾à¦¬à¦¾à¦¸à§€ আমাদের জানা, সে বগà§à¦¡à¦¼à¦¾à¦¯à¦¼ বেশ কয়েকটি অপরাধমূলক করà§à¦®à¦•à¦¾à¦£à§à¦¡à§‡à¦° সঙà§à¦—ে জড়িত। বিà¦à¦¿à¦¨à§à¦¨ গোয়েনà§à¦¦à¦¾ তথà§à¦¯à§‡à¦° à¦à¦¿à¦¤à§à¦¤à¦¿à¦¤à§‡ ছয় মাসের চেষà§à¦Ÿà¦¾à¦¯à¦¼ আমরা তাকে গà§à¦°à§‡à¦«à¦¤à¦¾à¦° করতে সকà§à¦·à¦® হন বলে জানান কমানà§à¦¡à¦¾à¦° খনà§à¦¦à¦•à¦¾à¦° আল মঈন।