হবিগঞ্জের বাহুবলে বাস উল্টে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক সাকারিয়া হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতদেও তাৎক্ষনিকতাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতীহীন পরিবহনের একটি যাত্রীবাহি বাস মহাসড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। পরে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে একজানের মৃত্যু হয়।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাকারিয়া হায়দার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে ৩ জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে প্রেরণ করে।