হবিগঞ্জের চুনারুঘাটে স্বামী-স্ত্রীসহ এক পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশ্যাম গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার কাজিশাইল গ্রামের সজ্জল হক (৪০), তার স্ত্রী জেসমিন (৩০) এবং সন্তান ইয়াসিন (৭)।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে স্থানীয়দের থেকে সংবাদ পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সজ্জল স্ত্রী-সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।