বিশ্বে সবার আগে বাংলাদেশে মুক্তি পেয়েছে ২০১৮ সালের সাড়াজাগানো ছবি অ্যাকোয়াম্যানের সিক্যুয়াল ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’।
আজ ২২শে ডিসেম্বর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ছবিটি মুক্তি পাবে । এ ছবিটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল ২০শে ডিসেম্বর। এর ফলে সবার আগে বাংলাদেশের দর্শক দেখার সুযোগ পেয়েছে কাক্সিক্ষত এ ছবি।
আইসল্যান্ডের দুর্গম কুয়াশাচ্ছন্ন এক গ্রামের এক আগন্তুকের খোঁজে এসেছেন ব্রুস ওয়েন। সেই আগন্তুক আর্থার কারি তার ক্ষমতা কাজে লাগিয়ে সমুদ্রের প্রাণীদের নিয়ন্ত্রণ করছেন আর শীতে কাতর মানুষের খাবারের জোগান দিচ্ছেন। পৃথিবী আক্রমণ করা মহাজাগতিক ভিলেনের বিপক্ষে দল গঠন করছিলেন বরুস। প্রথমে সরাসরি তাকে না করে দিলেও পরে নিজের মায়ের রাজ্য আটলান্টিসকে রক্ষার উদ্দেশ্যে ঠিকই এগিয়ে আসেন আর্থার। ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান : ডন অব জাস্টিস’ মুভিতে ছোট্ট একটি ক্যামিওর পরে ‘জাস্টিস লিগ’ মুভি দিয়ে এভাবেই বড়পর্দায় প্রথম অভিষেক ঘটেছিল অ্যাকোয়াম্যানের।
ওয়ার্নার ব্রাদার্স ২০১৪ সালে অ্যাকোয়াম্যানের সলো মুভি বানানোর ঘোষণা দেয়। অস্ট্রেলিয়ান জেমস ওয়ান পরিচালিত অ্যাকোয়াম্যান হয়ে উঠেছে একটি পরিপূর্ণ আন্ডারওয়াটার অপেরা।
অল্প সময় স্ক্রিনটাইম পেয়েও ঝলক দেখিয়েছেন ইয়াহিয়া আবদুল মতিন, ব্ল্যাক মান্তার কিছুটা জটিল চরিত্রে খুব ভালোভাবেই উতরে গেছেন তিনি। নতুন ছবিতেও এ লাইনআপের পরিবর্তন হয়নি। পরিচালক জেমস ওয়ানসহ আগের ছবির প্রায় সবাই আছেন এ ছবিতে। প্রত্যেকেই যার যার জায়গায় আরও পরিণত, আরও দুর্দান্তভাবে ফিরে এসেছেন।
ধারণা করা হচ্ছে, বছর শেষের এ ছবি বছরের শীর্ষ ব্যবসাসফল ছবির তালিকায় ভালোভাবেই জায়গা করে নেবে।