আপাতত ১২ বিচারপতিকে কোনো বেঞ্চ দেওয়া হবে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল। আজ বুধবার (১৬ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

এর আগে, বিভিন্ন অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের মধ্যে  ছয় জন বিচারপতি সে আমন্ত্রণে সাড়া দেন।

তারা হলেন, এস এম মনিরুজ্জামান, খোন্দকার দিলীরুজ্জামান, শাহেদ নূরউদ্দিন, ড. মো. আখতারুজ্জামান, মো. আমিনুল ইসলাম ও এস এম মাসুদ হোসাইন দোলন।

জানা যায়, ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তারা ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ আছে।

এর আগে  আওয়ামী লীগের দোসর বিচারপতিদের দুপুর ২টার মধ্যে অপসারণ করতে হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।