হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংস্থার (ওসিএইচএ) প্রধান মার্টিন গ্রিফিথস। তিনি বলেন, এটি একটি রাজনৈতিক মতাদর্শ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের এই বক্তব্যকে স্পষ্ট করে সামাজিক প্ল্যাটফর্ম এক্সে পোস্ট দিয়েছেন মার্টিন গ্রিফিথস। তিনি বলেন, শুধু স্পষ্ট করার জন্য বলছি-জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় হামাসের নাম নেই। তবে গত ৭ অক্টোবরে তাদের সন্ত্রাসী কর্মকান্ড কম ভয়ংকর বা কম নিন্দনীয় নয়। আমি এটা বারবার বলে আসছি।

তবে মার্টিন গ্রিফিথসের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ইসরাইল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, ‘তাকে (মার্টিন গ্রিফিথস) ধিক্কার! জাতিসংঘ প্রতিদিনই আরও নিচে নামছে। জাতিসংঘের সহায়তাসহ কিংবা ছাড়াই আমরা হামাসকে নির্মূল করব। ইহুদিদের রক্ত সস্তা নয়।’

এদিকে হামাস নির্মূলের নামে গাজায় চার মাসের বেশি সময় ধরে চলছে ইসরাইলি আগ্রাসন। হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা, লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেও শান্ত হচ্ছে না নেতানিয়াহু প্রশাসন। দিনকে দিন বাড়িয়েই চলেছে বর্বরতার মাত্রা। এবার ইসরাইলি টার্গেট গাজার সবচেয়ে বড় হাসপাতাল, আল নাসের।
 
জিম্মি উদ্ধারের অজুহাতে হাসপাতালটিতে ব্যাপক অভিযান চালিয়েছে দখলদার বাহিনী। মেশিনগান, ট্যাংকসহ ভারি যুদ্ধাস্ত্র নিয়ে চারপাশ থেকে ঘিরে রেখেছে চিকিৎসাকেন্দ্রটি। ইসরাইলি জিম্মিদের সন্ধানে হাসপাতালের ভেতরেও চালায় ব্যাপক অভিযান।