হারিকেন ‘নিকোলের’ তাণ্ডবে লণ্ডভণ্ড ফ্লোরিডা উপকূল। এতে এখন পর্যন্ত ২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন ফ্লোরিডার সোয়া ৩ লাখেরও বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ফলে রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। খবর বিবিসির।

বৃহস্পতিবার (১০ই নভেম্বর) ভোর থেকে মিয়ামির পূর্বাঞ্চলে আছড়ে পড়ে শক্তিশালী এই ঝড়টি। এসময় বাতাসের বেগ ছিলো ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার। গতিপথে থাকা প্রায় সব ঘরবাড়ি ও স্থাপনা তছনছ করে দিয়েছে ঝড়টি।

এছাড়া ভূমিধসের কারণে ভেঙ্গে পড়েছে বহু ঘরবাড়ি-গাছপালা। নীচু এলাকাগুলো ভেসে গেছে পানিতে। ফলে শহরের মধ্যেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

বর্তমানে ঝড়টি গতি হারিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে সরে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।