প্রথমবারের মতো সলিড-ফুয়েল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ (শুক্রবার) সকালে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত কওে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ।
তারা বলেছে, ক্ষেপণাস্ত্রটির নাম হাওয়াসং-১৮। বৃহস্পতিবার উৎক্ষেপণের তত্ত্বাবধানে ছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জন উন। সঙ্গে ছিলেন কিমের মেয়ে কিম জু আয়ে।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া ও জাপান এই পরীক্ষার বিষয়টি শনাক্ত করতে পারে। জাপান তাদের উত্তরের দ্বীপ হোক্কাইদোর বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। তবে পরীক্ষার বিষয়ে এখনো বিস্তারিত বক্তব্য প্রকাশ করেনি তারা।
সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা নিরাপদ। এটি পরিচালনা করা সহজ। তরল চালিত ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি দ্রুত মোতায়েন করা যায়। ২০২১ সালে প্রকাশ করা কিমের পাঁচ বছর মেয়াদি অস্ত্র উন্নয়ন পরিকল্পনার অন্যতম প্রধান অংশ এটি।
কোরিয়ান নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রতিবেদনে বলা হয়, দেশের কৌশলগত বাহিনী পরিচালিত হোয়াসং-১৮ অস্ত্র ব্যবস্থাটি (উত্তর কোরিয়াকে) রক্ষা করতে, আক্রমণ রোধ করতে এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য ভূমিকা পালন করবে।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও, উত্তর কোরিয়া সাম্প্রতিক বছরগুলিতে অসংখ্য উৎক্ষেপণ চালিয়েছে। সম্প্রতি তারা পানির নিচ দিয়ে চলতে পাওে এমন একটি পরমাণুবাহী ড্রোনের পরীক্ষা চালিয়েছে দুই দফায়।