নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বেসরকারি হাসপাতালে জহির নামে এক ফার্মেসির কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে, উপজেলার হাবিবপুর এলাকায় সেবা হাসপাতালের চিকিৎসকের রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সেবা হাসপাতালে ফার্মেসিতে আট বছর কর্মরত ছিলেন তিনি। দুপুরে হাসপাতাল থেকে পরিবারের কাছে ফোন করে জানায় জহির হৃদরোগের আক্রান্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চিকিৎসকের রুমে মরদেহটি পড়ে থাকতে দেখে এবং হাত ও পায়ে আঘাত চিহ্ন দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।