গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়লে   তাকে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই নায়িকা। বৃহস্প্রতিবার দিবাগত রাত ১২টায় সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়ার মা পারভিন আক্তার।

নুসরাতের মায়ের ভাষ্য মতে, কয়েকদিন ধরেই একটু অসুস্থ বোধ করছিল ফারিয়া। গ্যাস্ট্রিকজনিত কোন এক অজানা রোগে দুর্বল হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অচেতন হয়ে পড়েন এই খ্যাতিমান তারকা।

চিকিৎসকরা আরও বলেন, পরীক্ষা চলছে। রির্পোট আসার পর জানা যাবে কেন হঠাৎ এমন হলো। ইনজেকশন ও স্যালাইন দিলে আপাদত শঙ্কামুক্ত তিনি।

অচেতন হয়ে পড়লেন নুসরাত ফারিয়া, হাসপাতালে ভর্তি

ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি। এরপর বাংলাদেশের পাশাপাশি কলকাতার একাধিক সিনেমায় অভিনয় করেছেন ফারিয়া।

এর মধ্যে এই অভিনেত্রীর ‘বস ২’, ‘বিবাহ অভিযান’ আলোচনায় এসেছে। গেল বছর মুক্তি পাওয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ফারিয়া মূলত অভিনেত্রী, তবে গানও করেন নিয়মিত। নানা অনুষ্ঠানে মঞ্চে নিজের গানের সঙ্গে পারফর্ম করতে দেখা যায় তাকে।