হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে । শুক্রবার (১৭ই জুন) রাত ৩টার দিকে তাকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় । তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফকে হাসপাতালে নেওয়া হয় । বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলায় সিসিইউতে রয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারসহ পরিবারের সদস্যরা তাকে এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ভর্তি করান।

এ সময় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও হাসপাতালে উপস্থিত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে বিএনপির বর্ষীয়ান এ নেতার আশু সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।