গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে একটি সিনেমার শুটিং-এ ব্যস্ত ছিলেন তিনি। শুটিং চলাকালীনই অসুস্থ বোধ করেন তিনি। এসময় সঙ্গে সঙ্গেই অভিনেতাকে কলকাতার বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের তরফে জানা গেছে, একাধিক শারীরিক জটিলতা রয়েছে মিঠুন চক্রবর্তীর। বর্ষীয়ান অভিনেতার এমআরআই করা হবে বলে জানানো হয়েছে। এরপর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।
সোহম চক্রবর্তীর ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। এ সময় দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা। গত বছর তাঁর ছবি ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। এ বার সদ্য নতুন একটি ছবির কাজে হাত দিয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন।