বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। আজ (সোমবার) দুপুরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাসচিব গুলশান অফিসে ছিলেন। এসময় তিনি অসুস্থতা বোধ করলে দুপুর ১টা ১৬ মিনিটে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন বলেও জানান  তিনি।

এরআগে গত ১৫ জানুয়ারি তিনি অসুস্থতা নিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে ছিলন।

৭৫ বছর বয়সী এই রাজনীতিকের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে।