রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার (২২শে আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে বাসায় পৌঁছান তিনি। এর আগে বিকেল ৩টা ৫৭ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে বহনকারী ব্যক্তিগত গাড়িটি হাসপাতালের উদ্দেশে রওনা হয়। ৪টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এসময় সঙ্গে ছিলেন খালেজা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রায় আড়াই ঘণ্টা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা ৭টার দিকে তাকে বাইরে বের করা হয়। এ সময়ও তার গাড়ির আশপাশে শতাধিক নেতাকর্মীর ভিড়ে তাকে গাড়িতে তুলতে বেশ বেগ পেতে হয়।
এদিন বিকেলে খালেদা জিয়ার গাড়িবহর বের হওয়ার আগেই বাড়ির সামনে সহস্রাধিক নেতাকর্মী জড়ো হয়েছিলেন। বিএনপি চেয়ারপারসনের গাড়ি বাড়ির গেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীরা স্লোগান দেন।
নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জে এম জাহিদ হোসেন, মশিউর রহমান, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক, যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকু, মামুন হাসান, মোনায়েম মুন্না, এস এম জাহাঙ্গীর, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খানসহ দলীয় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃৎপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল।