লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষস্থানীয় নেতা হাশেম সাফিউদ্দিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি। তিনি হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হতে পারেন বলে ধারণা করা হচ্ছিল।

বুধবার (২৩শে অক্টেবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ। তবে তিনি কখন মারা গেছেন তা নির্দিষ্ট করে বলেনি তারা। বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, সাইয়্যেদ হাসেম সাফিয়েদ্দিন তার জীবনের বেশিরভাগ সময় হিজবুল্লাহ, ইসলামি প্রতিরোধ ও এর সমাজের সেবায় উৎসর্গ করেছেন।

নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবে হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলো তত্ত্বাবধান করতেন সাফিয়েদ্দিন। তিনি জিহাদ কাউন্সিলের সদস্য ছিলেন, যা প্রতিরোধ যোদ্ধাদলটির সামরিক কার্যক্রম পরিচালনা করে। হাসেম সাফিয়েদ্দিন হাসান নাসরাল্লাহর চাচাতো ভাই এবং তার মতোই একজন ধর্মীয় নেতা ছিলেন। তিনি মহানবী হযরত মোহাম্মদের (সা.) এর বংশধর হিসেবে পরিচিতমূলক কালো পাগড়ি পরতেন।

এর আগে ইসরাইল তাকে হত্যার দাবি করেছিল। তাকে লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে তিন সপ্তাহ আগে হত্যার দাবি জানানো হয়েছিল। ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট  জেনারেল হারজি হালেভি বলেন, ‘আমরা নাসরুল্লাহ ও তার উত্তরসূরি এবং হিজবল্লাহর অধিকাংশ শীর্ষ নেতাদের ধরে ফেলেছি। যারা ইসরাইলের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তাদেরও আমরা ধরব।’

গত মাসে লেবাননে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হলে হিজবুল্লাহর সম্ভাব্য নতুন নেতা নিয়ে আলোচনায় আসেন হাসেম সাফিয়েদ্দিন।