ভারতের হিমাচল প্রদেশে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমি ধসে মৃতের ষংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন করে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকে মাটির নিচে চাপা পড়ে আছে এমন আশঙ্কার উদ্ধার তৎপরতা চলছে।
ভারতের হিমাচলে আগস্ট মাস থেকেই ভারী বর্ষণ শুরু হয়। পাহাড়ি নদীগুলির জলস্তর বৃদ্ধি পেতে শুরু করে। এর ফলে পাহাড় ঘেরা প্রদেশটিতে দেখা দেয় বন্যা। বিভিন্ন স্থানে শুরু হয় পাহাড় ধস। কোথাও কোথাও বাড়িঘরও বিলীন হয় নদীগর্ভে।
রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা ও ভূমিধসে প্রায় ৯,৬০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে সোলান, সিমলা, মান্ডি, হামিরপুর এবং কাংড়া। পং বাঁধ থেকে জল ছাড়ার কারণে আকস্মিক বন্যা কাংড়ার মান্ডে ৫০০ জনেরও বেশি লোক আটকা পড়েছে।
এদিকে, একাধিক পাহাড় ধসের কারণে ভেঙে পড়েছে রাজ্যটির যোগাযোগ ব্যবস্থা। বেশিরভাগ এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। এখনো নিখোঁজ রয়েছে অনেকে। তাদের উদ্ধারে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পহেলা জুন থেকে শুরু হওয়া এই বর্ষা মৌসুমে হিমাচলে স্বাভাবিকের চেয়ে ৪৫ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে। হিমাচল প্রদেশ এবং প্রতিবেশী উত্তরাখণ্ডের কিছু অংশে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।