শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকছে।

আজ (বৃস্পতিবার) থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত এই বন্দরের মাধ্যমে কোনো ধরণের পণ্য আনা নেওয়া হবে না। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট এর ওসি শেখ আশরাফুল আলম জানান, শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে দুই দেশের ব্যবসায়ী সংগঠনের আবেদনের প্রেক্ষিতে আজ ১৯শে অক্টোবর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত ৭ দিন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৬শে অক্টোবর থেকে যথারিতি কার্যক্রম আবারও চালু হবে।