লেখক, à¦à¦¾à¦·à¦¾à¦¬à¦¿à¦œà§à¦žà¦¾à¦¨à§€ ও ঢাকা বিশà§à¦¬à¦¬à¦¿à¦¦à§à¦¯à¦¾à¦²à§Ÿà§‡à¦° অধà§à¦¯à¦¾à¦ªà¦• ড. হà§à¦®à¦¾à§Ÿà§à¦¨ আজাদ হতà§à¦¯à¦¾ মামলায় চার জনের মৃতà§à¦¯à§à¦¦à¦£à§à¦¡ দিয়েছেন আদালত। বà§à¦§à¦¬à¦¾à¦° (১৩ à¦à¦ªà§à¦°à¦¿à¦²) ঢাকার চতà§à¦°à§à¦¥ অতিরিকà§à¦¤ মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল মামà§à¦¨ ঠরায় ঘোষণা করেন।
মৃতà§à¦¯à§à¦¦à¦£à§à¦¡ পাওয়া আসামিরা হলো—জেà¦à¦®à¦¬à¦¿à¦° সà§à¦°à¦¾ সদসà§à¦¯ মিজানà§à¦° রহমান ওরফে মিনহাজ ওরফে শাউন, আনোয়ার আলম, সালেহীন ওরফে সালাহউদà§à¦¦à¦¿à¦¨ ও নূর মোহামà§à¦®à¦¦ ওরফে সাবà§à¥¤ তাদের মধà§à¦¯à§‡ সালেহীন ওরফে সালাহউদà§à¦¦à¦¿à¦¨ ও নূর মোহামà§à¦®à¦¦ ওরফে সাবৠপলাতক রয়েছে।
মামলার অà¦à¦¿à¦¯à§‹à¦—ে বলা হয়, ২০০৪ সালের ২ৠফেবà§à¦°à§à§Ÿà¦¾à¦°à¦¿ à¦à¦•à§à¦¶à§‡ বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা à¦à¦•à¦¾à¦¡à§‡à¦®à¦¿à¦° উলà§à¦Ÿà§‹ দিকে ফà§à¦Ÿà¦ªà¦¾à¦¤à§‡ সনà§à¦¤à§à¦°à¦¾à¦¸à§€ হামলায় গà§à¦°à§à¦¤à¦° আহত হন লেখক হà§à¦®à¦¾à§Ÿà§à¦¨ আজাদ। ঠহামলার পর তিনি ২২ দিন সিà¦à¦®à¦à¦‡à¦šà§‡ à¦à¦¬à¦‚ ৪৮ দিন বà§à¦¯à¦¾à¦‚ককে চিকিৎসা নেন। ওই বছরের ১২ আগসà§à¦Ÿ তিনি জারà§à¦®à¦¾à¦¨à¦¿à¦° মিউনিখে মারা যান। ওই ঘটনার পরদিন তার ছোট à¦à¦¾à¦‡ মঞà§à¦œà§à¦° কবির বাদী হয়ে রমনা থানায় à¦à¦•à¦Ÿà¦¿ হতà§à¦¯à¦¾à¦šà§‡à¦·à§à¦Ÿà¦¾à¦° মামলা দায়ের করেন। পরে তা হতà§à¦¯à¦¾ মামলায় রূপানà§à¦¤à¦° হয়। à¦à¦›à¦¾à§œà¦¾ à¦à¦•à¦‡ ঘটনায় বিসà§à¦«à§‹à¦°à¦• দà§à¦°à¦¬à§à¦¯ আইনেও অপর à¦à¦•à¦Ÿà¦¿ মামলা হয়।
à¦à¦°à¦ªà¦° ২০০ৠসালের ১১ নà¦à§‡à¦®à§à¦¬à¦° মামলাটির তদনà§à¦¤ করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾ পাà¦à¦š জনকে অà¦à¦¿à¦¯à§à¦•à§à¦¤ করে আদালতে à¦à¦•à¦Ÿà¦¿ চারà§à¦œà¦¶à¦¿à¦Ÿ দাখিল করেন। ওই চারà§à¦œà¦¶à¦¿à¦Ÿà§‡ আবà§à¦² আবà§à¦¬à¦¾à¦¸ à¦à§‚à¦à¦‡à§Ÿà¦¾ ও গোলাম মোসà§à¦¤à¦«à¦¾ নামের দà§à¦‡ আসামির বিরà§à¦¦à§à¦§à§‡ অà¦à¦¿à¦¯à§‹à¦— পà§à¦°à¦®à¦¾à¦£à¦¿à¦¤ না হওয়ায় তাদের অবà§à¦¯à¦¾à¦¹à¦¤à¦¿ দেওয়া হয়। তবে জেà¦à¦®à¦¬à¦¿à¦° সà§à¦°à¦¾ সদসà§à¦¯ মিজানà§à¦° রহমান ওরফে মিনহাজ ওরফে শাউন, আনোয়ার আলম, হাফিজ মাহমà§à¦¦, সালেহীন ওরফে সালাহউদà§à¦¦à¦¿à¦¨ ও নূর মোহামà§à¦®à¦¦ ওরফে সাবà§à¦°à§‡à¦° নাম ছিল চারà§à¦œà¦¶à¦¿à¦Ÿà§‡à¥¤ à¦à¦¦à§‡à¦° মধà§à¦¯à§‡ হাফিজ মাহমà§à¦¦ মারা গেছে।
২০০৯ সালের ৬ অকà§à¦Ÿà§‹à¦¬à¦° à¦à¦‡ মামলার বাদী মো. মঞà§à¦œà§à¦° কবির মামলাটির অধিকতর তদনà§à¦¤à§‡à¦° আবেদন করেন। পরে বিচারক ২০ অকà§à¦Ÿà§‹à¦¬à¦° আবেদন মঞà§à¦œà§à¦° করে মামলাটি তদনà§à¦¤à§‡à¦° জনà§à¦¯ সিআইডিকে নিরà§à¦¦à§‡à¦¶ দেন। à¦à¦°à¦ªà¦° ২০১২ সালের ৩০ à¦à¦ªà§à¦°à¦¿à¦² ওই মামলার তদনà§à¦¤ শেষে সিআইডির পরিদরà§à¦¶à¦• লà§à§Žà¦«à¦° রহমান পাà¦à¦š আসামিকে অà¦à¦¿à¦¯à§à¦•à§à¦¤ করে আদালতে সমà§à¦ªà§‚রক চারà§à¦œà¦¶à¦¿à¦Ÿ দাখিল করেন। à¦à¦•à¦‡ বছরের ১০ সেপà§à¦Ÿà§‡à¦®à§à¦¬à¦° ওই পাà¦à¦š আসামির বিরà§à¦¦à§à¦§à§‡ মামলার অà¦à¦¿à¦¯à§‹à¦— গঠন করেন আদালত।