মহান বিজয় দিবসে ১শ’ যুদ্ধাহত মুক্তিযুদ্ধা পরিবার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু।
তিনি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংঘটিত না হলে বাংলাদেশ নামের রাষ্ট্র সৃষ্টি হতো না। তাই মুক্তিযোদ্ধাদের প্রতি সব সময় কৃতজ্ঞ প্রধানমন্ত্রী। তিঁনি আগামীতেও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহŸান জানান বলেও জানান গাজী হাফিজুর রহমান লিকু।
এসময় যুদ্ধাহত মুক্তি যোদ্ধারাও প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে খুশি হন এবং তারাও প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।