ইসরাইলের বিরুদ্ধে লড়াই করতে হিজবুল্লাহর অন্তত ১০ হাজার প্রশিক্ষিত যোদ্ধা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন গোষ্ঠীদের প্রধান নাইম কাসেম। বুধবার (৬ই নভেম্বর) হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর নিহতের ৪০ দিন উপলক্ষে দেয়া বক্তব্যে তিনি আরও বলেছেন, হাজার হাজার যোদ্ধা লড়াই করার জন্য প্রস্তুত। ইসরাইলের যে কোন জায়গায় আক্রমণের ক্ষেত্রে হিজবুল্লাহ যোদ্ধাদের সীমাবদ্ধতা নেই।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে কোনো প্রভাব ফেলবে না মন্তব্য করে নাইম বলেন, “আমরা রাজনৈতিক উন্নয়নের উপর আগ্রাসন থামানোর জন্য আমাদের প্রত্যাশার ভিত্তি করি না… কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প যেই জিতুক, এটি আমাদের কাছে কোন বিষয় নয়।
হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর নিহতের ৪০ দিন উপলক্ষে দেয়া বক্তব্যে তিনি বলেন, “আমাদের হাজার হাজার প্রশিক্ষিত প্রতিরোধ যোদ্ধা লড়াই করার জন্য প্রস্তুত আছে। তাই ইসরায়েলের কোথাও তাদের আক্রমণের সীমাবদ্ধতা নেই।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে কোনো প্রভাব ফেলবে না মন্তব্য করে নাইম বলেন, “আমরা রাজনৈতিক উন্নয়নের উপর আগ্রাসন থামানোর জন্য আমাদের প্রত্যাশার ভিত্তি করি না… কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প যেই জিতুক, এটি আমাদের কাছে কোন বিষয় নয়।
গত সপ্তাহে হিজবুল্লাহ মহাসচিব নির্বাচিত হওয়ার পর এটিই ছিল তার দ্বিতীয় ভাষণ। দক্ষিণ লেবাননে যুদ্ধ এবং ইসরায়েলের ওপর হিজবুল্লাহর হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, “এটা কীভাবে থামবে… এটা তো যুদ্ধক্ষেত্র”।
এদিকে বালবেকে ইসরায়েলের বিমান হামলায় ৫ জন নিহত হয়েছে। ন্যাশনাল নিউজ সংস্থার বারতে আল জাজিরা বলছে, একাধিক বাড়িতে ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। সংস্থাটি বলেছে যে ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলোর ধ্বংসস্তূপের নীচে জীবিতদের উদ্ধার এবং মৃতদেহ খুঁজে বের করার চেষ্টা চলছে।
অন্যদিকে লেবানন থেকে বুধবার ইসরায়েলের দিকে শতাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২ বলেছে, এদিন সকাল থেকে লেবানন থেকে ইসরায়েলের দিকে ১২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী আরও বলেছে যে হিজবুল্লাহর হামলার কারণে বুধবার দ্বিতীয়বারের মতো সারা দেশে সাইরেন বেজে উঠেছে।