বিশ্ব বাজারের সাথে সমন্বয় করতে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে এখন থেকে লাগবে ১ হাজার ২৫৪ টাকা। আজ (রোববার) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে গত জুনে ৯৩ টাকা দাম কমিয়ে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ১৪২ টাকা করা হয়েছে। আর আগের মাসে কমেছিল ১০৪ টাকা। এই মাসে দাম বাড়ানো হয়েছে ১২ টাকা।
উল্লেখ্য, ২০২১ সালের ১২ই এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে সরকারি এই সংস্থাটি।