উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আজ বুধবার (০৮ মে) ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

বৈরি আবহাওয়ার জন্য কোথাও কোথাও ভোটার উপস্থিতি ছিল কম। আবার কোথাও কোথাও বৃষ্টি উপেক্ষা করেই এসেছেন ভোটাররা। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশেই চলে ভোট। এবারে প্রথম ধাপে ২৮ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দেশের ১৩৯টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে চলে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। তবে কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবারে ২১ উপজেলায় ভোট নেয়া হয় ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে।

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন ভোটাররা।

গাজীপুরে তিনটি উপজেলায় হয় নির্বাচন। সদর, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই কেন্দ্রে আসেন ভোটাররা।

কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনা এই তিন উপজেলায় হয়েছে নির্বাচন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নানান বয়সী ভোটারদের উপস্থিতি দেখা গেছে। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

বৈরি আবহাওয়া উপক্ষো করে বরিশালের সদর ও বাকেরগঞ্জ উপজেলায় চলে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ। শুরুতে কম থাকলেও বেলা বাড়ার সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি।

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলে  ভোটগ্রহণ। তবে ভোটার উপস্থিতি ছিল কিছুটা কম।

প্রধম ধাপে খাগড়াছড়ি জেলার রামগড়, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও লক্ষীছড়ি এই চার উপজেলায় ভোট হয়েছে। অনিয়মের অভিযোগে লক্ষীছড়িরর একটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়।

নওগাঁর তিন উপজেলা পত্নীতলা, ধামইরহাট ও বদলগাছীর বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশেই ভোট দেন  ভোটাররা।

এছাড়া বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, গাইবান্ধা, ঝিনাইদহ, জয়পুরহাট, ময়মনসিংহ, নীলফামারি, ঠাকুরগাও, লালমনিরহাট, রংপুর, বগুড়া, রাজশাহীর বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে চলে ভোটগ্রহণ।

তবে, মাদারীপুরের মোস্তফাপুরের বালিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বেশকিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হয়েছে কমপক্ষে ১৫জন। এছাড়াও চাপাইনবাবগঞ্জ ও নরসিংদিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মেহেরপুরে সদর ও মুজিবনগর উপজেলায় ১১৯টি কেন্দ্রে চলে ভোটগ্রহণ। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি।

হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুটি উপজেলা হাওড় অধ্যুষিত এলাকা হওয়ায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম।

প্রথম ধাপের নির্বাচনে প্রার্থী ১৬শ’র বেশি। যেখানে চেয়ারম্যান পদে লড়ছেন ৫শ’ ৭০জন, ভাইস চেয়ারম্যান ৬শ’ ২৫ আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪শ’ ৪০ জন।