পিকআপ ট্রাকের চালকের আসনে ছিল ১৩ বছরের এক কিশোর। একপর্যায়ে পিকআপ ট্রাকটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া অ্যাথলেটদের বহনকারী একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ৯ জন নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছে ১৩ বছর বয়সী ওই চালক কিশোরও।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে গত মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্তকারী কর্মকর্তারা জানান, ১৩ বছর বয়সী কিশোরের চালানো ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে ধাক্কা দেওয়ার আগে ট্রাকটির বাম পাশের অতিরিক্ত একটি চাকা ফেটে যায়। দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছয় গলফ খেলোয়াড় এবং তাদের কোচ নিহত হন। গলফ খেলোয়াড়দের মধ্যে পর্তুগাল ও মেক্সিকোর একজন করে রয়েছেন।
এছাড়া দুর্ঘটনায় ১৩ বছর বয়সী ওই কিশোর চালক এবং তার একজন সহযাত্রীও প্রাণ হারিয়েছেন। অন্যদিকে আহত হয়েছেন আরও দুইজন শিক্ষার্থী। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয় এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। আহত এই দুই শিক্ষার্থীই কানাডার নাগরিক।
টেক্সাসের ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির সার্জেন্ট ভিক্টর টেলর বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস’কে বলেছেন, ১৩ বছর বয়সী কোনো কিশোরের জন্য টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ি চালানো অবৈধ।
তিনি আরও বলেছেন, টেক্সাসে ১৪ বছর বয়সে বাচ্চাদের ক্লাসরুমে ড্রাইভিং শেখানো শুরু করার অনুমতি দেওয়া হয় এবং গাড়িতে একজন প্রশিক্ষক বা লাইসেন্সপ্রাপ্ত প্রাপ্তবয়স্কদের সাথে ড্রাইভিং শুরু করার আগে তাদের বয়স অবশ্যই ১৫ বছর হতে হবে।
বৃহস্পতিবারের ওই সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) কর্মকর্তারা বলেন, নিউ মেক্সিকো সীমান্তের কাছে একটি দুই লেনের হাইওয়েতে মুখোমুখি সংঘর্ষের সময় দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি কত দ্রুত চলছিল তা এখনও স্পষ্ট নয়। এছাড়া মুখোমুখি সংঘর্ষের পর উভয় যানবাহনেই আগুন ধরে যায়।