আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের ক্লাবে এতদিন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন তামিম ইকবাল। এবার বাঁহাতি এই ওপেনারের সঙ্গী হলেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে এই কীর্তি গড়লেন তিনি।
শুক্রবার (২৩ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে মুশফিক এই অনন্য অর্জন করেন। এছাড়াও ১৫ হাজার রানের পাশাপাশি ব্যক্তিগত ৫০ রানও পূর্ণ করেছেন তিনি এটি তার টেস্ট ক্যারিয়ারের ২৮তম ফিফটি। তার দৃঢ় ব্যাটিংয়ে পাকিস্তানের রান পাহাড়ের বিপক্ষে পাল্টা লড়াই করছে বাংলাদেশ।
তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৩১৬ রান, বাংলাদেশ এখনো পাকিস্তানের থেকে ১৩২ রানে পিছিয়ে। তবে মুশফিক ও লিটন দাসের ব্যাটিংয়ে সফরকারীরা এগিয়ে যাচ্ছে।
এদিকে তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশ কিছুটা চাপের মুখে পড়ে। জাকির হাসান এবং নাজমুল হোসেন শান্ত দ্রুতই আউট হয়ে ফেরেন। নাসিম শাহর অফস্টাম্পের বাইরে বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন জাকির, ১২ রান করে ফেরেন তিনি। শান্তও বড় স্কোর করতে ব্যর্থ হন, ১৬ রানে বোল্ড হয়ে ফেরেন খুররম শেহজাদের বলে।
তবে এরপর দলের হাল ধরেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। দুজনই ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন এবং তাদের ৯৪ রানের জুটি দলকে এগিয়ে নেয়। তবে মধ্যাহ্ন বিরতির পর মুমিনুল ও সাদমান আউট হন।
বাংলাদেশের পরিস্থিতি অবশ্য জটিল হয় সাকিব ১৫ রানে আউট হওয়ার পর। তবে এরপর মুশফিক ও লিটন দাস মিলে ষষ্ঠ উইকেটে দলকে স্থিতিশীল রেখে দিন শেষ করেন।