জাতীয় পরিচয়পত্রের জন্য এখন থেকে ষোল বছর হলেই আবেদন করতে পারবে। তবে ১৮ না হলে ভোট দিতে পারবেন না তারা। আজ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ১৬ বছর বা তদূর্ধ্ব বয়সীরা সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসে বা অনলাইনে আবেদন করতে পারবে। আর ভোটারের বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন তারা।

এ বয়সীদের জন্য জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবেন। তাতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারবো। এনআইডি না থাকায় শিক্ষার্থীদের ‘অসুবিধায় পড়তে হচ্ছে’ জানিয়ে ইসি সচিব বলেন, “অনেকগুলো কাজে তাদের এনআইডি লাগে, যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যান, ব্যাংক একাউন্ট খোলা, চিকিৎসার জন্য বিদেশে যাওয়াসহ ছোটোখাটো নানা কাজ রয়েছে। এতে এনআইডিটা প্রাসঙ্গিক হয়ে পড়ে।

এ ছাড়া এখন থেকে এনআইডি হারিয়ে গেলে তা পুনরায় তুলতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন নেই বলেও জানান সচিব। নাগরিকদের এনআইডি সেবা সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। হারিয়ে গেলে জিডি করা লাগবে না। এতে সময় ও সুযোগ স্বল্পতা থাকে, এখন জিডি ছাড়াই হারানো এনআইডি তুলতে পারবে।

ইসির সিনিয়র সচিব বলেন, প্রবাসীরা এবার বাংলাদেশের আগামী নির্বাচনে ভোট দিবেন; এইটুকু আমরা বলতে পারি ইনশাআল্লাহ। আমাদের সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে। তবে কতদিন আগে তারা রেজিস্ট্রেশন করবেন, কতদিন পর্যন্ত তারা ভোটিং এর ব্যবস্থাটা করবেন এটার যে টেকনিক্যালিটিজ আছে, এটা আমরা যথাসময় আপনাদেরকে আপডেট করে দিব, যাতে আপনাদের মাধ্যমে প্রবাসীরাও জানতে পারেন।