মাঘের শুরুতে সারাদেশে আবারও বেড়েছে ঠান্ডার প্রকোপ। দেশের ১০টি জেলার তাপমাত্রা ওঠানামা করছে দশ ডিগ্রির নিচে। রাজশাহী ও রংপুর বিভাগসহ ১৬ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী কয়েকদিন এমন তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ (মঙ্গলবার) দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে সাত দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠাণ্ডায় বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

পৌষজুড়ে ঠাণ্ডার দাপট দেখানোর পর গেলো ক’দিনে সারাদেশের তাপমাত্রা কিছুটা বাড়ে। মাঘের শুরুতে আবারো উত্তরের জেলাগুলোতে নামতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া অফিসে দেয়া তথ্য মতে, আজ (মঙ্গলবার) সকালে রাজশাহী, রংপুর, চুয়াডাঙ্গাসহ অন্তত ১০টি জেলায় তাপমাত্রা উঠানামা করে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

এসব জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনের বেশিরভাগ সময় ঘনকুয়াশায় ঢেকে আছে শহর ও গ্রামের সড়ক-মহাসড়ক এবং ক্ষেতখামার। কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও, নেই তেজ।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি ধরনের ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ঢাকায় মঙ্গলবার সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। এদিন ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের বিহার ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।