পৃথিবীর সব শহরেরই à¦à¦•à¦Ÿà¦¿ সময়সীমা আছে, কিনà§à¦¤à§ ঢাকা শহরের কোনো সময়সীমা নেই। তাই আগামী ১ জà§à¦²à¦¾à¦‡ থেকে ঢাকা শহর রাত ৮টার পর বনà§à¦§ করার জনà§à¦¯ উদà§à¦¯à§‹à¦— নেয়া হচà§à¦›à§‡ বলে জানিয়েছেন ঢাকা দকà§à¦·à¦¿à¦£ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র বà§à¦¯à¦¾à¦°à¦¿à¦¸à§à¦Ÿà¦¾à¦° শেখ ফজলে নূর তাপস। অবশà§à¦¯ রেসà§à¦¤à§‹à¦°à¦¾à¦ ও অতà§à¦¯à¦¾à¦¬à¦¶à§à¦¯à¦•à§€à§Ÿ যে বিষয়গà§à¦²à§‹ রয়েছে সেগà§à¦²à§‹ নিরà§à¦¦à¦¿à¦·à§à¦Ÿ সময়ের জনà§à¦¯ খোলা থাকবে।
বিশà§à¦¬ পরিবেশ দিবস উপলকà§à¦·à§à¦¯à§‡ শà§à¦•à§à¦°à¦¬à¦¾à¦° (১০ জà§à¦¨) সনà§à¦§à§à¦¯à¦¾à§Ÿ বাংলাদেশ পà§à¦°à¦•à§Œà¦¶à¦²à§€ বিশà§à¦¬à¦¬à¦¿à¦¦à§à¦¯à¦¾à¦²à§Ÿà§‡à¦° (বà§à§Ÿà§‡à¦Ÿ) কেনà§à¦¦à§à¦°à§€à§Ÿ মিলনায়তনে বাংলাদেশ ইনসà§à¦Ÿà¦¿à¦Ÿà¦¿à¦‰à¦Ÿ অব পà§à¦²à§à¦¯à¦¾à¦¨à¦¾à¦°à§à¦¸ ও বà§à§Ÿà§‡à¦Ÿà§‡à¦° নগর ও অঞà§à¦šà¦² পরিকলà§à¦ªà¦¨à¦¾ (ইউআরপি) বিà¦à¦¾à¦— আয়োজিত সেমিনারে পà§à¦°à¦§à¦¾à¦¨ অতিথির বকà§à¦¤à¦¬à§à¦¯à§‡ ঠকথা জানান শেখ ফজলে নূর তাপস।
à¦à¦° আগে, গত ১৬ মে দায়িতà§à¦¬ গà§à¦°à¦¹à¦£à§‡à¦° দà§à¦‡ বছর পূরà§à¦¤à¦¿ উপলকà§à¦·à§‡ আয়োজিত সংবাদ সমà§à¦®à§‡à¦²à¦¨à§‡ সড়কে যানজট নিরসনসহ সারà§à¦¬à¦¿à¦• শৃঙà§à¦–লার কথা উলà§à¦²à§‡à¦– করে রাত ৮টার পর পরই রাজধানীতে দোকান বনà§à¦§à§‡à¦° আহà§à¦¬à¦¾à¦¨Â জানিয়েছিলেন ডিà¦à¦¸à¦¸à¦¿à¦¸à¦¿ মেয়র।
মেয়র বলেন, ‌করোনার সময় জনজীবন যখন সà§à¦¤à¦¬à§à¦§ ছিল তখন আমরা পà§à¦°à¦•à§ƒà¦¤à¦¿à¦¤à§‡ সজীবতা জেগে ওঠতে দেখেছি। কারণ পà§à¦°à¦•à§ƒà¦¤à¦¿à¦° বিশà§à¦°à¦¾à¦® করার সময় লাগে। আমরা সারাদিনই ঢাকার ওপর অতà§à¦¯à¦¾à¦šà¦¾à¦° করব আর ঢাকা আমাকে সà§à¦¨à§à¦¦à¦° পরিবেশ উপহার দেবে, তা আশা করা ঠিক নয়।
তিনি বলেন, ছোটবেলায় আমি বৃষà§à¦Ÿà¦¿ পছনà§à¦¦ করতাম। বৃষà§à¦Ÿà¦¿à¦¤à§‡ à¦à¦¿à¦œà§‡ আননà§à¦¦ করতাম। আমার মনে হয়, বৃষà§à¦Ÿà¦¿à¦° সঙà§à¦—ে বাঙালি জাতিসতà§à¦¤à¦¾à¦° অনà§à¦¤à¦°à§à¦¨à¦¿à¦¹à¦¿à¦¤ à¦à¦•à¦Ÿà¦¾ সমà§à¦ªà¦°à§à¦• আছে। মেয়র হিসেবে দায়িতà§à¦¬ নেওয়ার পরে বৃষà§à¦Ÿà¦¿ হলে আমার à¦à§Ÿ লাগে। জলাবদà§à¦§à¦¤à¦¾ ও ডেঙà§à¦—ৠবিসà§à¦¤à¦¾à¦°à§‡à¦° কারণে à¦à§Ÿ লাগে।
তাপস বলেন, ঢাকা সিটি করপোরেশনের যে নরà§à¦¦à¦®à¦¾à¦—à§à¦²à§‹ আছে সেগà§à¦²à§‹ পানি নিষà§à¦•à¦¾à¦¶à¦¨à§‡à¦° জনà§à¦¯; পয়োবরà§à¦œà§à¦¯ নিষà§à¦•à¦¾à¦¶à¦¨à§‡à¦° জনà§à¦¯ নয়। পয়োবরà§à¦œà§à¦¯ নিষà§à¦•à¦¾à¦¶à¦¨à§‡à¦° বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ করবে ঢাকা ওয়াসা। কিনà§à¦¤à§ ওয়াসা পয়োবরà§à¦œà§à¦¯ নিষà§à¦•à¦¾à¦¶à¦¨à§‡à¦° বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ না করে à¦à¦—à§à¦²à§‹ আমাদের নরà§à¦¦à¦®à¦¾à§Ÿ দিয়ে দেয়। ফলে নরà§à¦¦à¦®à¦¾à¦—à§à¦²à§‹ থেকে পয়োবরà§à¦œà§à¦¯ খালে চলে যায়। ঠবিষয়টি ১ জà§à¦²à¦¾à¦‡ থেকে কঠোর বাসà§à¦¤à¦¬à¦¾à§Ÿà¦¨ করা হবে।
তিনি বলেন, ঢাকা শহরে ইমারত নিরà§à¦®à¦¾à¦£ করলে অবশà§à¦¯à¦‡ সেখানে সোক ওয়েল ও সেপটিক টà§à¦¯à¦¾à¦‚ক থাকতে হবে। ইমারতে à¦à¦—à§à¦²à§‹ না  থাকলে তাদের বিরà§à¦¦à§à¦§à§‡ কঠোর বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ গà§à¦°à¦¹à¦£ করা হবে। আমাদের খালগà§à¦²à§‹à¦° যে পানি তা দেখলে আপনাদের কারো à¦à¦¾à¦²à§‹ লাগবে না। কারণ আমাদের সকল পয়োবরà§à¦œà§à¦¯ নিষà§à¦•à¦¾à¦¶à¦¨ হয় à¦à¦¸à¦¬ খাল দিয়ে। অথচ খালগà§à¦²à§‹ দিয়ে বৃষà§à¦Ÿà¦¿à¦° পানি নিষà§à¦•à¦¾à¦¶à¦¨à§‡à¦° কথা। কিনà§à¦¤à§ সেখানে বৃষà§à¦Ÿà¦¿à¦° পানির সঙà§à¦—ে পয়োবরà§à¦œà§à¦¯ যোগ হয়ে খালগà§à¦²à§‹ à¦à¦–ন পয়োনিষà§à¦•à¦¾à¦¶à¦¨à§‡à¦° হয়ে গেছে।
তিনি আরও বলেন, ৩৩৩ মিলিমিটার বৃষà§à¦Ÿà¦¿ হলে ঢাকা শহর নিমজà§à¦œà¦¿à¦¤ হয়ে যায়। সà§à¦¨à§à¦¦à¦° ঢাকার জনà§à¦¯à§‡ আমরা ১০টি খেলার মাঠতৈরি করেছি। খালগà§à¦²à§‹ দখলমà§à¦•à§à¦¤ করা হয়েছে ও নানà§à¦¦à¦¨à¦¿à¦•à¦à¦¾à¦¬à§‡ অবকাঠামো সà§à¦¥à¦¾à¦ªà¦¨à¦¾à¦° কাজ শà§à¦°à§ হবে। আইন অনà§à¦¯à¦¾à§Ÿà§€, সব জলাশয়, খাল ও পà§à¦•à§à¦° রকà§à¦·à¦£à¦¾à¦¬à§‡à¦•à§à¦·à¦£à§‡à¦° দায়িতà§à¦¬ সিটি করপোরেশনের। ঢাকায় তিনটি গাছ লাগালে à¦à¦•à¦Ÿà¦¿ কদম গাছ লাগাবেন। কদম à¦à¦®à¦¨ à¦à¦•à¦Ÿà¦¿ গাছ যেখানে বিà¦à¦¿à¦¨à§à¦¨ ধরনের কীটপতঙà§à¦— à¦à¦¸à§‡ বসে। জীববৈচিতà§à¦°à§à¦¯ দিকে খেয়াল রেখে আমরা মশার ওষà§à¦§ দিয়ে থাকি।
বিআইপি সà¦à¦¾à¦ªà¦¤à¦¿ পরিকলà§à¦ªà¦¨à¦¾à¦¬à¦¿à¦¦ ফজলে রেজা সà§à¦®à¦¨à§‡à¦° সà¦à¦¾à¦ªà¦¤à¦¿à¦¤à§à¦¬à§‡ অনà§à¦·à§à¦ ানে বà§à§Ÿà§‡à¦Ÿà§‡à¦° উপাচারà§à¦¯ সতà§à¦¯ পà§à¦°à¦¸à¦¾à¦¦ মজà§à¦®à¦¦à¦¾à¦°, গৃহায়ণ ও গণপূরà§à¦¤ মনà§à¦¤à§à¦°à¦£à¦¾à¦²à§Ÿà§‡à¦° সচিব মো. শহিদ উলà§à¦²à¦¾ খনà§à¦¦à¦•à¦¾à¦°, জিআইজেড বাংলাদেশের অà§à¦¯à¦¾à¦¡à¦¾à¦ªà¦Ÿà§‡à¦¶à¦¨ অব আরবান à¦à¦°à¦¿à§Ÿà¦¾à¦¸ টৠকà§à¦²à¦¾à¦‡à¦®à§‡à¦Ÿ চেঞà§à¦œà§‡à¦° পà§à¦°à§‹à¦—à§à¦°à¦¾à¦® কো-অরà§à¦¡à¦¿à¦¨à§‡à¦Ÿà¦° ড. ডানা দে লা ফনটেইন বকà§à¦¤à¦¬à§à¦¯ রাখেন।
à¦à¦›à¦¾à§œà¦¾ অনà§à¦·à§à¦ ানে অঞà§à¦šà¦² ও নগর পরিকলà§à¦ªà¦¨à¦¾ বিষয়ক ২য় আনà§à¦¤à¦°à§à¦œà¦¾à¦¤à¦¿à¦• সমà§à¦®à§‡à¦²à¦¨ ২০২১ à¦à¦° পà§à¦°à¦•à¦¾à¦¶à¦¨à¦¾ উনà§à¦®à§‹à¦šà¦¨ à¦à¦¬à¦‚ অঞà§à¦šà¦² ও নগর পরিকলà§à¦ªà¦¨à¦¾ বিষয়ক ৩য় আনà§à¦¤à¦°à§à¦œà¦¾à¦¤à¦¿à¦• সমà§à¦®à§‡à¦²à¦¨ ২০২৩ à¦à¦° ঘোষণা করা হয়। সেমিনারে জাতীয় অà¦à¦¿à¦¯à§‹à¦œà¦¨ পরিকলà§à¦ªà¦¨à¦¾ পà§à¦°à¦£à§Ÿà¦¨ পà§à¦°à¦•à¦²à§à¦ªà§‡à¦° টিম লিডার ড. আইনà§à¦¨ নিশাত জাতীয় অà¦à¦¿à¦¯à§‹à¦œà¦¨ পরিকলà§à¦ªà¦¨à¦¾à¦° বিসà§à¦¤à¦¾à¦°à¦¿à¦¤ তà§à¦²à§‡ ধরেন।