দেড় বছরেরও বেশি সময় পর আগামী ১ সেপà§à¦Ÿà§‡à¦®à§à¦¬à¦° থেকে সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨à§‡ পà§à¦°à¦¬à§‡à¦¶à§‡à¦° সà§à¦¯à§‹à¦— পাচà§à¦›à§‡à¦¨ পরà§à¦¯à¦Ÿà¦•à¦°à¦¾à¥¤ করমজলসহ সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨à§‡à¦° সব সà§à¦ªà¦Ÿà§‡à¦‡ যেতে পারবেন তারা। à¦à¦•à¦‡à¦¸à¦™à§à¦—ে সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨à§‡à¦° বনজ সমà§à¦ªà¦¦ আহরণের জনà§à¦¯ পাস পারমিটও দেয়া হবে।
রোববার বিকেলে বন বিà¦à¦¾à¦—ের à¦à¦• সà¦à¦¾à§Ÿ ঠসিদà§à¦§à¦¾à¦¨à§à¦¤ নেয়া হয়। সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨ পশà§à¦šà¦¿à¦® বন বিà¦à¦¾à¦—ের বিà¦à¦¾à¦—ীয় বন করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾ ড. আবৠনাসের মো. মহসিন গণমাধà§à¦¯à¦®à¦•à§‡ ঠতথà§à¦¯ নিশà§à¦šà¦¿à¦¤ করেছেন। বিà¦à¦¾à¦—ীয় à¦à¦‡ বন করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾ বলেন, গত ১৯ আগসà§à¦Ÿ থেকে দেশের সব পরà§à¦¯à¦Ÿà¦¨ সà§à¦ªà¦Ÿ খà§à¦²à§‡ দেওয়া হলেও সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨à§‡à¦° বিষয়ে কোনো সিদà§à¦§à¦¾à¦¨à§à¦¤ হয়নি। আগামী ১ তারিখ থেকে সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨ খà§à¦²à§‡ দেয়া হবে কি-না, ঠবিষয়ে ঊরà§à¦§à§à¦¬à¦¤à¦¨ করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾à¦¦à§‡à¦° নিরà§à¦¦à§‡à¦¶à¦•à§à¦°à¦®à§‡ আজ সà§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿ করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾à¦¦à§‡à¦° সঙà§à¦—ে সà¦à¦¾ করা হয়। সà¦à¦¾à§Ÿ আগামী ১ সেপà§à¦Ÿà§‡à¦®à§à¦¬à¦° থেকে সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨à§‡ পরà§à¦¯à¦Ÿà¦•à¦¦à§‡à¦° পà§à¦°à¦¬à§‡à¦¶à§‡à¦° অনà§à¦®à¦¤à¦¿ দেয়া হয়।
তবে à¦à¦•à¦Ÿà¦¿ লঞà§à¦šà§‡ à§à§« জনের বেশি যাতায়াত করতে পারবেন না বলেও সà¦à¦¾à§Ÿ সিদà§à¦§à¦¾à¦¨à§à¦¤ হয়েছে বলে জানান বিà¦à¦¾à¦—ীয় বন করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾ ড. আবৠনাসের মো. মহসিন।
গত বছরের ২৫ মারà§à¦š থেকে সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨à§‡ পরà§à¦¯à¦Ÿà¦•à¦¦à§‡à¦° যাতায়াতের ওপর নিষেধাজà§à¦žà¦¾ জারি করে বন বিà¦à¦¾à¦—। তবে বন বিà¦à¦¾à¦—ের ঠকরà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾ বলেন, আগামী ১ সেপà§à¦Ÿà§‡à¦®à§à¦¬à¦° থেকে নিষেধাজà§à¦žà¦¾ উঠে যাওয়ায় সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨à§‡à¦° করমজল, কটকা, কচিখালী, হরবাড়িয়া, হিরণ পয়েনà§à¦Ÿ, দà§à¦¬à¦²à¦¾ ও নীলকমলসহ সমà§à¦¦à§à¦° তীরবরà§à¦¤à§€ à¦à¦¬à¦‚ বনাঞà§à¦šà¦²à§‡à¦° বিà¦à¦¿à¦¨à§à¦¨ সà§à¦¥à¦¾à¦¨à§‡ লঞà§à¦š, টà§à¦¯à§à¦°à¦¬à§‹à¦Ÿ, টà§à¦°à¦²à¦¾à¦° ও বিà¦à¦¿à¦¨à§à¦¨ নৌযানে চড়ে যেতে পারবেন দরà§à¦¶à¦¨à¦¾à¦°à§à¦¥à§€à¦°à¦¾à¥¤
করোনা সংকà§à¦°à¦®à¦£ রোধে সেই নিষেধাজà§à¦žà¦¾ বাড়ানো হয়। à¦à¦•à¦‡à¦¸à¦™à§à¦—ে মাছ ও কাকড়া শিকারে তিন মাসের নিষেধাজà§à¦žà¦¾ জারি করা হয়। ফলে ১৯ আগসà§à¦Ÿ সারাদেশের পরà§à¦¯à¦Ÿà¦¨ কেনà§à¦¦à§à¦° খà§à¦²à¦²à§‡à¦“ নিষেধাজà§à¦žà¦¾ ছিল সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨ à¦à§à¦°à¦®à¦£à§‡à¥¤ সেই নিষেধাজà§à¦žà¦¾ উঠছে আগামী ৩১ আগসà§à¦Ÿà¥¤ ফলে ১ সেপà§à¦Ÿà§‡à¦®à§à¦¬à¦° থেকে খà§à¦²à§‡ যাচà§à¦›à§‡ সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨à§‡à¦° দà§à§Ÿà¦¾à¦°à¥¤
খà§à¦²à¦¨à¦¾ অঞà§à¦šà¦²à¦¿à¦• বন সংরকà§à¦·à¦• মিহির কà§à¦®à¦¾à¦° দে সাংবাদিকদের বলেন, ৩১ আগসà§à¦Ÿ পরà§à¦¯à¦¨à§à¦¤ তিন মাস সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨à§‡ সব পà§à¦°à¦•à¦¾à¦° মৎসà§à¦¯ ও কাà¦à¦•à§œà¦¾ শিকার বনà§à¦§ রাখার ঘোষণা রয়েছে। ওইদিন নিষেধাজà§à¦žà¦¾ উঠে যাচà§à¦›à§‡à¥¤ ফলে মনà§à¦¤à§à¦°à¦¿à¦ªà¦°à¦¿à¦·à¦¦ অনà§à¦®à§‹à¦¦à¦¿à¦¤ ‘সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨ à¦à§à¦°à¦®à¦£â€™ নীতিমালা অনà§à¦¸à¦°à¦£ করে আগামী ১ সেপà§à¦Ÿà§‡à¦®à§à¦¬à¦° থেকে পরà§à¦¯à¦Ÿà¦•à¦¦à§‡à¦° জনà§à¦¯ সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨ উনà§à¦®à§à¦•à§à¦¤ করে দেওয়া হবে। সামাজিক দূরতà§à¦¬ ও সà§à¦¬à¦¾à¦¸à§à¦¥à§à¦¯à¦¬à¦¿à¦§à¦¿ মানতে হবে। উপযà§à¦•à§à¦¤ সà§à¦¯à¦¾à¦¨à¦¿à¦Ÿà¦¾à¦‡à¦œà¦¾à¦°à§‡à¦° বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ রাখতে হবে। পà§à¦°à¦¤à§à¦¯à§‡à¦•à¦Ÿà¦¾ লঞà§à¦šà§‡ à§à§« জনের বেশি পরà§à¦¯à¦Ÿà¦• নেওয়া যাবে না। উলà§à¦²à§‡à¦–িত নীতিমালা অমানà§à¦¯ করে কোনো টà§à¦¯à§à¦° অপারেটর অধিক পরà§à¦¯à¦Ÿà¦• বহন বা পরিবেশ বিঘà§à¦¨à¦¿à¦¤ করলে তার বিরà§à¦¦à§à¦§à§‡ বন বিà¦à¦¾à¦— আইনগত বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ নেবে।
তিনি জানান, সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨à§‡à¦° পূরà§à¦¬ ও পশà§à¦šà¦¿à¦®à§‡ কটকা, দà§à¦¬à¦²à¦¾à¦°à¦šà¦°, করমজল, হারবাড়িয়া, কলাগাছিয়া, কচিখালীসহ সাতটি পরà§à¦¯à¦Ÿà¦¨ সà§à¦ªà¦Ÿ রয়েছে। à¦à¦¸à¦¬ সà§à¦¥à¦¾à¦¨à§‡ সাধারণত পরà§à¦¯à¦Ÿà¦•à¦°à¦¾ à¦à§à¦°à¦®à¦£à§‡ আসে।
টà§à¦¯à§à¦° অপারেটর অà§à¦¯à¦¾à¦¸à§‹à¦¸à¦¿à§Ÿà§‡à¦¶à¦¨à§‡à¦° সাধারণ সমà§à¦ªà¦¾à¦¦à¦• à¦à¦® নাজমà§à¦² আযম ডেà¦à¦¿à¦¡ জানান, অবশেষে পরà§à¦¯à¦Ÿà¦•à¦¦à§‡à¦° জনà§à¦¯ সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨ কেনà§à¦¦à§à¦°à¦¿à¦• পরà§à¦¯à¦Ÿà¦¨ সà§à¦ªà¦Ÿà¦—à§à¦²à§‹ চালৠহচà§à¦›à§‡à¥¤ তবে কিছৠশরà§à¦¤ রয়েছে বনবিà¦à¦¾à¦—ের। আমরা সেই শরà§à¦¤ মেনে নিয়েছি। ইতোমধà§à¦¯à§‡ আমরা সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨à§‡ পরà§à¦¯à¦Ÿà¦•à¦¦à§‡à¦° à¦à§à¦°à¦®à¦£à§‡à¦° জনà§à¦¯ যাবতীয় পà§à¦°à¦¸à§à¦¤à§à¦¤à¦¿ নেওয়া শà§à¦°à§ করেছি। সেপà§à¦Ÿà§‡à¦®à§à¦¬à¦°à§‡à¦° পà§à¦°à¦¥à¦® সপà§à¦¤à¦¾à¦¹ থেকেই পরà§à¦¯à¦Ÿà¦•à¦°à¦¾ সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨ à¦à§à¦°à¦®à¦£ করতে পারবে।
তিনি বলেন, করোনাà¦à¦¾à¦‡à¦°à¦¾à¦¸à§‡à¦° কারণে ২০২০ সালের মারà§à¦š থেকে সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨à§‡à¦° পরà§à¦¯à¦Ÿà¦¨ কেনà§à¦¦à§à¦°à¦—à§à¦²à§‹ বনà§à¦§ রয়েছে। চলতি বছরের à¦à¦ªà§à¦°à¦¿à¦²à§‡ তা আবারও বনà§à¦§ হয়ে যায়। সংগঠনের তালিকাà¦à§à¦•à§à¦¤ ৬৩টি টà§à¦¯à§à¦° অপারেটর পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ান রয়েছে। ঠছাড়াও বিচà§à¦›à¦¿à¦¨à§à¦¨à¦à¦¾à¦¬à§‡ আরও কিছৠপà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ান রয়েছে। সব মিলিয়ে শতাধিক পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ান হবে। à¦à¦¸à¦¬ পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ানের সঙà§à¦—ে সংশà§à¦²à¦¿à¦·à§à¦Ÿ সবাই দà§à¦°à§à¦à§‡à¦¾à¦—ের মধà§à¦¯à§‡ রয়েছেন। অনেক পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ান করà§à¦®à§€ কমিয়েছে। অনেকেই বেকার হয়েছেন। অবশেষে সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨à§‡à¦° পরà§à¦¯à¦Ÿà¦¨ সà§à¦ªà¦Ÿà¦—à§à¦²à§‹ খà§à¦²à§‡ দেওয়ায় বà§à¦¯à¦¬à¦¸à¦¾à§Ÿà§€à¦¦à§‡à¦° মাà¦à§‡ সà§à¦¬à¦¸à§à¦¤à¦¿ ফিরেছে।