পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ২০০১ সালে বিল ক্লিনটনের সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তৎকালীন (বিএনপি নেতৃত্বাধীন জোট) সরকার সেটিকে আটকে দেয়। রাশেদ চৌধুরীকে ফেরত আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রায় তিন সপ্তাহ বিদেশ সফর শেষে ফেরার পর বৃহস্পতিবার (২১ এপ্রিল) তিনি সাংবাদিকদের বলেন, আমি বলেছি নিশ্চয়ই আমেরিকান নাগরিকরা চায় না তাদের দেশে একজন খুনি থাকুক। ব্লিনকেন বলেছেন, ‘ বিষয়টি দেখবেন’। তিনি বললেন, বিষয়টি স্টেট ডিপার্টমেন্টের না, কিন্তু আমরা বিষয়টি ত্বরান্বিত করবো।

তিনি বলেন, আমাকে জানানো হয়েছে ২০০১ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তৎকালীন বিএনপি সরকার বিষয়টি আটকে দেয়। এখন বিষয়টি আবার পুনরায় পর্যালোচনা করতে হবে।

নতুন কোনও অগ্রগতি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি অ্যাটর্নি জেনারেল অফিসে আছে। পরিস্থিতি এখন কোন পর্যায়ে আছে স্টেট ডিপার্টমেন্ট বলতে পারেনি। অবশ্যর অ্যাপ্রোচ ইতিবাচক।