রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন ২০২৩ সালের জুন মাসে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। এ লক্ষ্যে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে।  এছাড়া রেলপথে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কমাতে কুমিল্লা হয়ে আরেকটি লাইন নির্মাণের কাজ চলছে বলেও জানান তিনি। রোববার (২২ মে) দুপুরে রেল ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে ও জাপানের ইয়াশিমা এবং ভারতের একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে বঙ্গবন্ধু রেল সেতুর সিগনালিং ও টেলিকমিউনিকেশন স্থাপনে চুক্তি স্বাক্ষর হয়।

এসময় মন্ত্রী আরো বলেন এই সেতুর মাধ্যমে দেশের পশ্চিম অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় গতি বাড়বে। ৪ দশমিক ৮ কিলোমিটার এই সেতুর সিগলানিংয়ে প্রকল্প ব্যয় হবে ৪৭ কোটি ৭১ লাখ টাকা।

১৬ হাজার ৭৮০ কোটি ১৫ লাখ ব্যয়ে যমুনার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে রেলসেতুর নির্মাণকাজ চলছে। এ প্রকল্পে ১২ হাজার ১৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে জাইকা।