আন্তর্জাতিক ক্রিকেটে চলতি বছরটা বেশ ব্যস্ততার মধ্যেই কাটবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের। আগামী মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হোম সিরিজ দিয়ে শুরু হবে সাকিব, তামিমদের আন্তর্জাতিক ব্যস্ততা। মার্চে ইংলিশদের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ ক্রিকেট দল ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
এপ্রিলে নিজেদের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। মে মাসে বাংলাদেশ দল আয়ারল্যান্ড সফরে যাবে। ওই সফরে বাংলাদেশ দল তিনটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
এছাড়া, জুনে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি- টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়া পাকিস্তানে এশিয়া কাপ ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটেও বাংলাদেশ অংশ নেবে আগামী জুলাইয়ে। সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলে বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাবে।
বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে নভেম্বরে ২টি টেস্ট ম্যাচ খেলতে। আর ডিসেম্বরে বাংলাদেশ দল নিউজিল্যান্ড গিয়ে ৩টি ওয়ানডে এবং সমান সংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ এবং বিশ্বকাপ ছাড়া দ্বিপক্ষীয় সিরিজে মোট ১৮টি ওয়ানডে, ৫টি টেস্ট এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।