ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার-এ-লাগোতে এক অনুষ্ঠানে ২০২৪ সালের নির্বাচেন প্রার্থী হওয়ার ঘোষণা দেন সাবেক এই প্রেসিডেন্ট।এ সময় ৭৬ বছর বয়সী ট্রাম্প বলেন, আমি আজ রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি। সূত্র: খবর এএফপি

এর আগে প্রেসিডেন্ট পদে লড়ার জন্য ফেডারেল নির্বাচন কমিটির কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন তিনি। ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার যুক্তরাষ্ট্রে ৪৫তম এই প্রেসিডেন্টের আইনি জটিলতা থাকলেও তিনি বেশিরভাগ রিপাবলিকান ভোটারদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

এর আগে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পায় ডোনাল্ড ট্রাম্প। এদিকে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গভর্নর পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কেটি হবস জয়ী হয়েছেন। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ক্যারি লেককে পরাজিত করেছেন তিনি।