ঢাকা টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে প্রথম দিন শেষে ২০৮ রানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ (বুধবার) রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ২২৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে প্রথম দিনে খেলা ৮ ওভারে ১৯ রান তুলে কোনো উইকেট হারায়নি ভারত।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামে বাংলাদেশ-ভারত। শুরুতে ভালো খেলতে থাকা বাংলাদেশের হঠাৎই হয় ছন্দপতন। জয়দেব উনাদকাটের বলে কাট করতে গিয়ে চতুর্থ স্লিপে দাঁড়িয়ে থাকা লোকেশ রাহুলের হাতে ক্যাচ তুলে দেন জাকির। ১ চারে ৩৪ বলে ১৫ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

প্রথম উইকেট পতন হয় দলীয় ৩৯ রানে। কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জাকির হাসান। ৩৯ রানেই ফিরে যান নাজমুল শান্তও। এরপরের জুটিটা বেশ কিছুক্ষণ ভালো খেললেও দলীয় ৮২ রানে আউট হন সোহান।

এরপর একে একে পতন ঘটে মুশফিকুর রহিম ও লিটন দাসের। তবে মুমিনুল হকের ৮৪ রানে ভর করে কিছুটা এগিয়ে গেলেও শেষের ব্যাটারদের নিয়মিত উইকেট পতনের ফলে ৭৩.৫ ওভারে ২২৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

দিনের তৃতীয় সেশনে দ্রুত ৫ উইকেট হারানোয় ২২৭ রানেই গুটিয়ে যায় টাইগাররা। ব্যাট হাতে আজ লিটন দাস-মুশফিকুর রহিমরা হতাশ করলেও দলে ফিরেই বড় ইনিংস খেলেছেন মুমিনুল হক। সেঞ্চুরি বঞ্চিত হলেও বাঁহাতি এই ব্যাটারের ব্যাটে ভর করেই মাঝারি সংগ্রহ পেয়েছে সাকিব আল হাসানের দল।

ইয়াসির রাব্বির পরিবর্তে দলে ফিরেছেন মুমিনুল হক। ইনজুরিতে ছিটকে যাওয়া ইবাদত হোসেনের বদলে একাদশে আছেন তাসকিন আহমেদ। এদিকে, ভারত দলে আছেন তিন পেসার। চট্টগ্রাম টেস্টে ৮ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবের জায়গায় খেলানো হচ্ছে জয়দেব উনাদকাটকে।

চট্টগ্রাম টেস্টের ভুল শুধরে এই ম্যাচে ভালো করতে বদ্ধপরিকর বাংলাদেশ। টসের সময় অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমরা যদি প্রথম দুই ঘণ্টা টিকে থাকতে পারি, তাহলো হয়তো ভালো কিছুর আশা করতে পারবো। মিরপুরের উইকেটে প্রথমে ব্যাট করাই ভালো। শেষের দিকে যা স্পিনারদের সুবিধা দেবে।’