সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। রোববার দিনশেষে লঙ্কানরা ২১১ রানের লিড পেয়েছে। সেই লিড আরও বাড়িয়ে নেয়ার আগেই রোববার লঙ্কানদের দ্রুত অলআউট করার লক্ষ্য বাংলাদেশের।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২৮০ রান তাড়ায় নেমে ৫১.৩ ওভারে ১৮৮ রানে থামে স্বাগতিকরা।

৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারী শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩৬ ওভারে পাঁচ উইকেট হারিয়ে লঙ্কানরা সংগ্রহ করে ১১৯ রান। আর তাতে লঙ্কানরা ২১১ রানের লিড নিয়ে শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা।

৯২ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি লঙ্কানদের। তবে দলীয় ১৯ রানের মাথায় নিশান মাদুশঙ্কাকে ফিরিয়ে বাংলাদেশকে কিছুটা স্বস্তি দেন অভিষিক্ত পেসার নাহিদ রানা। ২০ বলে ১০ রান করে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটার। এরপর চা বিরতিতে যায় উভয় দল। চা বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার লিড হয় ১১১ রান।

চা বিরতির পর আবারও লঙ্কান শিবিরে আঘাত হেনেছেন রানা। এবার তার শিকার কুশল মেন্ডিস। রানার করা বাউন্সার পুল করতে গিয়েও শেষ মুহূর্তে ছেড়ে দিতে গিয়ে ব্যাট ছুইয়ে দেন কুশল। ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় লিটন কুমার দাসের গ্লাভসে। ১০ বলে ৩ রান করে ফিরেছেন মেন্ডিস।

দ্বিতীয় দিনের খেলা শেষে, প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৩৬ ওভারে ১১৯/৫ (বিশ্ব ২*, ধনাঞ্জয়া ২৩*; দিমুথ করুণারত্নে ৫২, নিশান মাদুশকা ১০, কুশল মেন্ডিস ৩, অ্যাঞ্জেলো ম্যাথুজ ২২, দিনেশ চান্ডিমাল ০), শ্রীলঙ্কার লিড ২১১ রান।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৫১.৩ ওভারে ১৮৮/১০ (রানা ০*; জাকির ৯, শান্ত ৫, মুমিনুল ৫, জয় ১২, শাহাদাত ১৮, লিটন ২৫, তাইজুল ৪৭, মিরাজ ১১, শরিফুল ১৫, খালেদ ২২)।

শ্রীলঙ্কা ৬৮ ওভারে প্রথম ইনিংসে ২৮০/১০ (রাজিথা ৬*; মাদুশকা ২, মেন্ডিস ১৬, করুণারত্নে ১৭, ম্যাথুজ ৫, চান্ডিমাল ৯, কামিন্দু ১০২, ধনাঞ্জয়া ১০২, প্রবাথ ১, ফার্নান্ডো ৯, কুমারা ০)।