আগামী ২১ জানà§à§Ÿà¦¾à¦°à¦¿ পরà§à¦¦à¦¾ উঠবে বঙà§à¦—বনà§à¦§à§ বাংলাদেশ পà§à¦°à¦¿à¦®à¦¿à§Ÿà¦¾à¦° লিগ- বিপিà¦à¦² à¦à¦° অষà§à¦Ÿà¦® আসরের। à¦à¦‡ টà§à¦°à§à¦¨à¦¾à¦®à§‡à¦¨à§à¦Ÿà§‡à¦° জনà§à¦¯ জৈব সà§à¦°à¦•à§à¦·à¦¾ বলয়ে পà§à¦°à¦¬à§‡à¦¶ করতে শà§à¦°à§ করেছে দলগà§à¦²à§‹à¥¤ তার আগে চলছে করোনাà¦à¦¾à¦‡à¦°à¦¾à¦¸ পরীকà§à¦·à¦¾à¥¤ গতকাল (সোমবার) থেকে ধাপে ধাপে চলছে কোà¦à¦¿à¦¡ টেসà§à¦Ÿ পà§à¦°à¦•à§à¦°à¦¿à§Ÿà¦¾à¥¤ যেখানে সোমবারের পরীকà§à¦·à¦¾à§Ÿ করোনাà¦à¦¾à¦‡à¦°à¦¾à¦¸ পজিটিঠহয়েছেন বেশ কয়েকজন।
বাংলাদেশ কà§à¦°à¦¿à¦•à§‡à¦Ÿ বোরà§à¦¡à§‡à¦° মেডিকà§à¦¯à¦¾à¦² বিà¦à¦¾à¦— থেকে জানানো হয়েছে, সোমবার করা পরীকà§à¦·à¦¾à§Ÿ পজিটিঠà¦à¦¸à§‡à¦›à§‡à¦¨ ৩-৪ জন। তবে তারা সবাই কà§à¦°à¦¿à¦•à§‡à¦Ÿà¦¾à¦°, সাপোরà§à¦Ÿ সà§à¦Ÿà¦¾à¦« নাকি টিম মà§à¦¯à¦¾à¦¨à§‡à¦œà¦®à§‡à¦¨à§à¦Ÿà§‡à¦° সদসà§à¦¯ সেটি জানা যায়নি।
বাংলাদেশ কà§à¦°à¦¿à¦•à§‡à¦Ÿ বোরà§à¦¡à§‡à¦° মেডিকà§à¦¯à¦¾à¦² বিà¦à¦¾à¦— থেকে বলা হয়, ‘গতকাল থেকে আনà§à¦·à§à¦ ানিক পরীকà§à¦·à¦¾ শà§à¦°à§ হয়েছে। গতকাল খà§à¦¬à¦‡ সামানà§à¦¯ কয়েক পরীকà§à¦·à¦¾ করিয়েছিল। সেখানে ৩-৪ জনের পজিটিà¦à§‡à¦° খবর আসেছে। আজ মঙà§à¦—লবার সকালে পà§à¦°à¦¾à§Ÿ ৩টি দলের নমà§à¦¨à¦¾ পরীকà§à¦·à¦¾ করার জনà§à¦¯ পাঠানো হয়েছে। আগামীকাল বাকিদের পরীকà§à¦·à¦¾ হবে।’
যারা করোনাà¦à¦¾à¦‡à¦°à¦¾à¦¸à§‡ আকà§à¦°à¦¾à¦¨à§à¦¤ হচà§à¦›à§‡à¦¨ তাদের হোটেলে ওঠার সà§à¦¯à§‹à¦— নেই। আপাতত দলের বাইরে থাকতে হচà§à¦›à§‡à¥¤ আকà§à¦°à¦¾à¦¨à§à¦¤à¦¦à§‡à¦° কà§à¦·à§‡à¦¤à§à¦°à§‡ টোকিও অলিমà§à¦ªà¦¿à¦•à§‡à¦° পà§à¦°à¦Ÿà§‹à¦•à¦² ফলো করবে বাংলাদেশ কà§à¦°à¦¿à¦•à§‡à¦Ÿ বোরà§à¦¡à¥¤ কোন উপসরà§à¦— না থাকলে ১০ দিন পর তারা সরাসরি যোগ দিতে পারবেন দলের সঙà§à¦—ে। à¦à¦° মধà§à¦¯à§‡ তাদের আর কোনো পরীকà§à¦·à¦¾ হবে না। তবে নিজ উদà§à¦¯à§‹à¦—ে ফà§à¦°à¦¾à¦žà§à¦šà¦¾à¦‡à¦œà¦¿ চাইলে পরীকà§à¦·à¦¾ করাতে পারবে।
আগামী ২১ জানà§à§Ÿà¦¾à¦°à¦¿ পরà§à¦¦à¦¾ উঠবে বঙà§à¦—বনà§à¦§à§ বাংলাদেশ পà§à¦°à¦¿à¦®à¦¿à§Ÿà¦¾à¦° লিগের অষà§à¦Ÿà¦® আসরের। à¦à¦¬à¦¾à¦°à§‡à¦° আসরের ফাইনাল অনà§à¦·à§à¦ িত হবে ১৮ ফেবà§à¦°à§à§Ÿà¦¾à¦°à¦¿à¥¤ ঢাকা, সিলেট, চটà§à¦Ÿà¦—à§à¦°à¦¾à¦®à§‡ হবে বিপিà¦à¦²à§‡à¦° মà§à¦¯à¦¾à¦šà¦—à§à¦²à§‹à¥¤ ফাইনালসহ মোট মà§à¦¯à¦¾à¦š হবে ৩৪টি।