যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ২১ তম মায়ামী বৈশাখী মেলা ১৪৩২ এর আয়োজন করতে যাচ্ছে। ‘বাংলাদেশ কালচার অর্গানাইজেশন অব মায়ামি’ এর আয়োজনে বাংলা বর্ষবরণ উপলক্ষে আগামী ১২ ও ১৩ এপ্রিল শনিবার ও রোববার নানান কর্মসূচী নেয়া হয়েছে।
এ উপলক্ষে সঙ্গীতপ্রেমীদের জন্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্টানের শুরুর দিন (১২ এপ্রিল) বিখ্যাত রক ব্যান্ড মাইলস এর গানের সুরে মাতিয়ে তুলবে মায়ামি বৈশাখী মেলা। এছাড়াও দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখবেন বাউল ও ফোক সঙ্গীত শিল্পী অংকন ও শফি মণ্ডল।
Margolis Amphitheater 16501 NE 16th Ave, N. Meamy Beach, FL-33162 এ অনুষ্ঠিত এ আয়োজন চলবে দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। এর জন্য প্রবেশ ফি ধরা হয়েছে জনপ্রতি ১৫ ডলার। আর ১০ বছরের কম বয়সীদের জন্য কোনো প্রবেশ ফি নেয়া হবে না।
আরো বিস্তারিত জানতে সংগঠনটির সভাপতি আয়ুব হাসান (305-542-3420) ও সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীর ( 727-280-3659) সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো।