পার্থে তিন ম্যাচের ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ খেলায় স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে সিরিজ জিতেছে পাকিস্তান। সফরকারিদের কাছে শক্তিশালী অস্ট্রেলিয়া হেরেছে ৮ উইকেটে। অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর পর সিরিজ জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান।

পার্থের অপ্টাস স্টেডিয়ামে এদিন টস জিতে আগে ফিল্ডিং নেয় সফরকারীরা। সিরিজ নির্ধারণী ম্যাচ হলেও অস্ট্রেলিয়া পাঁচ পরিবর্তন নিয়ে একাদশ সাজায়। অভিজ্ঞ তারকা স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক খেলেননি ম্যাচটিতে। ফলে জশ ইংলিসের নেতৃত্বে নামা স্বাগতিক শিবিরে অভিজ্ঞদের অভাব ভালোভাবেই টের পাওয়া গেছে। উল্লেখযোগ্য রান (৩০) পেয়েছেন কেবল আট নম্বর ব্যাটিংয়ে নামা শন অ্যাবট। এর মাঝে আবার কুপার কনলি মাঠ ছাড়েন হাতে চোট নিয়ে, এরপর আর ফেরা হয়নি তার।

ওপেনার ম্যাথু শর্ট করেন ২২ রান। তবে শুরু থেকেই তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। নাসিম শাহের বলে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (৭) ও জশ ইংলিস (৭) এবং শাহিন আফ্রিদি ফেরান অ্যারন হার্ডিকে (১২)। দলীয় ৭২ রানে শর্ট হারিস রউফের বলে আউট হওয়ার পর বিদায়ের মিছিল বড় হতে শুরু করে। গ্লেন ম্যাক্সওয়েল (০) ও মার্কাস স্টয়নিসরা (৮) দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি। ফলে ৩১.৫ ওভারেই অস্ট্রেলিয়া ৯ উইকেট হারায় ১৪০ রানে। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন শাহিন-নাসিম।

ছোট লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওয়ানডের মতোই দেখেশুনে শুরু করেন দুই পাক ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। উদ্বোধনী জুটিতে তারা ৮৪ রান তোলেন। দুজনেই ফেরেন পরপর, ল্যান্স মরিসের একই ওভারে। সাইম ৪২ এবং শফিক করেন ৩৭ রান। এরপর বাবর-রিজওয়ান মিলে ৫৮ রানের জুটিতে সফরকারীদের জয় নিশ্চিত করেন। বাবর ২৮ ও রিজওয়ান ৩০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।