গাজায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি আগ্রাসনে আরও অন্তত ৭৬ জন মারা গেছেন। যাদের মধ্যে বেশি সংখ্যকই শিশু।

তীব্র মানবিক সংকটের এ অবস্থায় অপুষ্টির শিকার হয়ে বেশি মারা যাচ্ছে শিশুরা। বুধবার (২৮শে ফেব্রুয়ারি) উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে পানিশূন্যতা ও অপুষ্টিতে ছয় শিশু মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ (বৃহস্পতিবার) এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক আহমেদ আল-কাহলুত বলেছেন, জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানির অভাবে হাসপাতালটির পরিষেবা বন্ধ হয়ে পড়ছে। উত্তর গাজার হাসপাতালে পানিশূন্যতা ও অপুষ্টিতে শিশু মারা যাচ্ছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গুরুতর অবস্থায় রয়েছে অসংখ্য শিশু।